মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কবে থেকে চলবে লোকাল ট্রেন? আজকের প্রশাসনিক বৈঠকের পর, কী জানালেন মুখ্যমন্ত্রী?

০৬:৩৪ পিএম, আগস্ট ১৮, ২০২১

কবে থেকে চলবে লোকাল ট্রেন? আজকের প্রশাসনিক বৈঠকের পর, কী জানালেন মুখ্যমন্ত্রী?

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের রাজ্যে সর্ব-সাধারণের জন্য লোকাল ট্রেন চালানো নিয়ে মুখ খুললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনই লোকাল ট্রেন চালু হওয়ার ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার। এই কথাই ফের একবার নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাজ্যে সরকারের পক্ষ থেকে সর্বশেষ যে বিধিনিষেধ জারি করা হয়েছিল, সেখানেও লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়নি।

তাহলে কবে চলবে, রাজ্যে সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন? আজ অবশ্য এ ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, যতদিন না রাজ্যের গ্রামাঞ্চলগুলিতে ৫০ শতাংশ টিকাকরণ সম্পন্ন হচ্ছে, ততদিন পর্যন্ত লোকাল ট্রেন চালু করার ছাড়পত্র দেওয়া হবে না।

এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকের পরই এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। সেখানেই লোকাল ট্রেন চালানোর প্রসঙ্গ ওঠে। কিন্তু যেহেতু দেশব্যাপী করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত রয়েছে, তাই এখনই লোকাল ট্রেন পুরোদমে চালানোর ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। তবে, স্টাফ স্পেশাল হিসান চলা ট্রেনগুলিতেই বর্তমানে বহু সাধারণ মানুষ যাতায়াত করছেন।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ইতিমধ্যেই কলকাতায় বসবাসকারী ৭৫ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। এদিন তিনি বলেন, ‘৭৫ শতাংশ শহরাঞ্চলের জনসংখ্যাকে প্রথম কভার করছি। আমরা ৭৫ শতাংশ কভার করেছি কলকাতায়। হাওড়ায় ৮০ শতাংশ কভার করেছি। শহরাঞ্চল, ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে আগে টিকাকরণ করছি। গ্রামের মানুষ অনেক সচেতন। তাঁরা ফাঁকা আবহাওয়ায় নিঃশ্বাস পায়। মুক্ত হাওয়া ও সবুজ পায়। এরপর গ্রামগুলিকে ধরব।’

এরপরই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘গ্রামের মানুষ অনেক সচেতন৷ আমরা শহরাঞ্চলের পর গ্রামাঞ্চলেও টিকাকরণের হার বাড়ানোর উপরে জোর দিচ্ছি৷ ধীরে ধীরে গ্রামেও পঞ্চাশ শতাংশ মানুষ প্রতিষেধক পেয়ে গেলেই আমরা লোকাল ট্রেন চালানোর অনুমতি দেব৷ কারণ তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার ভয় রয়েছে৷ বাচ্চাদের স্বার্থেই লোকাল ট্রেন চালুর বিষয়ে আমরা অপেক্ষা করছি৷ কারণ বাবা-মা ভিড় ট্রেনে গাদাগাদি করে বাড়ি ফিরলে তাঁদের থেকে বাচ্চারাও আক্রান্ত হতে পারে৷’

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, ‘গ্রাম-গঞ্জেটিকার ব্যবস্থা না করলে করোনার প্রকোপ বাড়বে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য বাস, ট্রাম, অটো, মেট্রোও চালু করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আসার কথা। এখন থেকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার জীবনের থেকে বেশি দামি কিছু নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে বন্ধু।’