বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

নবান্ন যাওয়ার পথে হঠাৎই ভবানীপুরের এক টিকাকেন্দ্রে হাজির মমতা

০৬:১৯ পিএম, জুলাই ১৯, ২০২১

নবান্ন যাওয়ার পথে হঠাৎই ভবানীপুরের এক টিকাকেন্দ্রে হাজির মমতা

গতবার লকডাউনে দেখা গিয়েছিল বিভিন্ন হাসপাতালে হঠাৎ করেই ঢুঁ মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কতটা স্বচ্ছতার সঙ্গে চিকিৎসা হচ্ছে সে বিষয়ে পর্যবেক্ষণ করাই ছিল তার মূল লক্ষ্য। সেই মতই স্বভাবসিদ্ধভাবে সোমবার নবান্ন যাওয়ার পথে হঠাৎই ভবানীপুরের এক করোনা টিকাকেন্দ্রে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ওই টিকাকেন্দ্রে গিয়ে মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি পরিদর্শন করেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিকাকরণ হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখেন তিনি। টিকা নিতে আসা ব্যক্তিরা লাইনে কিভাবে দাঁড়িয়েছেন সেখানে করোনা বিধি কতটা মানা হচ্ছে সমস্ত বিষয় খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

তবে শুধুমাত্র গতবছর লকডাউনে নয় এবারেও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। এমনকি বেশকিছু বাজারে গিয়েও সেখানের হাল-হকিকত সম্বন্ধে জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক মহলের মতে, কসবার ভুয়া ভ্যাকসিন কান্ড প্রকাশ্যে আসায় শাসক দলের বেশ খানিকটা চাপ বেড়েছে। তাই ভ্যাকসিন কেন্দ্রগুলিতে ঠিকমতো টিকা দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে এদিন নিজেই হাজির হন ভবানীপুরের এই কেন্দ্রে।