বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ইস্তাহারে দেওয়া তিন প্রতিশ্রুতি- দুয়ারে রেশন, মহিলাদের হাত খরচ ও পড়ুয়াদের ঋণ দেওয়া নিয়ে বড় ঘোষণা মমতার

০৬:৫০ পিএম, মে ২৪, ২০২১

ইস্তাহারে দেওয়া তিন প্রতিশ্রুতি- দুয়ারে রেশন, মহিলাদের হাত খরচ ও পড়ুয়াদের ঋণ দেওয়া নিয়ে বড় ঘোষণা মমতার

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দল তাঁদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছিল। সেখানে ছিল হাজারও প্রতিশ্রুতির ভিড়। ভোট সম্পূর্ণ হয়েছে। ফলাফল প্রকাশের পাশাপাশি, ইতিমধ্যেই নতুন সরকারও গঠন হয়েছে। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর দায়িত্ব গ্রহণ করেই এবার নির্বাচনের আগে দলীয় ইস্তাহারে দেওয়া তিন প্রতিশ্রুতি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন, মহিলাদের হাত খরচ ও পড়ুয়াদের ক্রেডিট কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাতে অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘দল ইস্তাহারে প্রতিশ্রুতি দেয়। সেটা অনেকেই কার্যকর করে না। আমরা প্রতিশ্রুতির কিছুটা পালন করতে আজই মন্ত্রিসভা থেকে সম্মতি আদায় করে নিয়েছি।’

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আমরা পরিবার-পিছু সাধারণ শ্রেণির একজনকে ৫০০ টাকা ও এসসি-এসটি হলে ১০০০ টাকা করে দেব বলেছিলাম। উচ্চশিক্ষায় ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড দেব। মাত্র ৪ শতাংশ সুদে ঋণ পাবেন ছাত্র-ছাত্রীরা। এই দুটির পাশাপাশি দুয়ারে রেশনেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন যে, প্রকল্পগুলির বাস্তব রূপায়নের জন্য টাস্ক ফোর্স গঠিত হয়েছে। তিনি বলেন, ‘এই তিনটি প্রকল্পের জন্য টাস্ক ফোর্স গঠিত হয়েছে। তাঁরা রূপায়ন-নীতি, নজরদারি ইত্যাদি ঠিক করবেন। এই প্রকল্পগুলি আনতে একটু সময় লাগবে। যেহেতু গুছিয়ে করতে হবে। দেখুন এক মাসের মধ্যে আমরা এগুলি মন্ত্রিসভায় পাশ করিয়ে নিলাম।’