শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জ্বালানির মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রীর, ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নযাত্রা মমতার!

০৮:৫৯ এএম, ফেব্রুয়ারি ২৫, ২০২১

জ্বালানির মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রীর, ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নযাত্রা মমতার!
বংনিউজ২৪x৭ডিজিটাল ডেস্কঃ পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জেরবার দেশের আমজনতা। ক্রমশ ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। এর জেরে দেশের শাসকদলের প্রতি ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ভোটের মুখে কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করতে এবং পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ প্রদর্শনের অভিনব পথ গ্রহণ করল রাজ্যের শাসকদল। যার নেতৃত্ব দেবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাজরা থেকে ইলেকট্রিক স্কুটিতে চেপে রাজ্যের সচিবালয় নবান্নে যাবেন তিনি। দলনেত্রীকে পিছনের আসনে বসিয়ে স্কুটার চালাবেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, সকাল ১১ টা নাগাদ হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নের উদ্দেশে যাত্রা শুরু করার কথা মুখ্যমন্ত্রীর। চালকের দায়িত্বে থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পেট্রল এবং ডিজেলের ক্রমাগত দাম বাড়ার কারণে এই প্রতিবাদ। এর সঙ্গে যুক্ত হয়েছে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিও। অবশ্য এটাই প্রথমবার নয়। এর আগে নন্দীগ্রাম আন্দোলনের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে দু’চাকার যানে সফর করতে দেখা গেছে। এদিকে আজই রাজ্যে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার একাধিক কর্মসূচি। সেই পরিস্থিতিতে মমতার এই কর্মসূচি প্রচারের আলো অনেকটাই তাঁর দিকে ঘুরিয়ে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতির লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়া মোটেও সহজ কাজ নয়। একেবারে রাজপথ থেকে গলি, জনতার কণ্ঠস্বরকে দেশের শাসকের কান পর্যন্ত তুলে দিতে তাঁর ক্ষমতা অপরিসীম। কাজেই ভোটের আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই জ্বালানি এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে, প্রতিবাদে পথে নামেন, তাহলে কেন্দ্রের মোদী সরকারের উপর যে চাপ বাড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।