বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

তামিলনাড়ুতেও মমতার নামে দেওয়াল লিখন! বাংলার মুখ্যমন্ত্রীকে তুলে ধরা হয়েছে ‘আম্মা’ রূপে

১০:১৬ পিএম, জুলাই ১৬, ২০২১

তামিলনাড়ুতেও মমতার নামে দেওয়াল লিখন! বাংলার মুখ্যমন্ত্রীকে তুলে ধরা হয়েছে ‘আম্মা’ রূপে

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও এবার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মমতা ম্যাজিক। এবার দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন হল। বাংলার মুখ্যমন্ত্রীকে তুলে ধরা হয়েছে ‘আম্মা’ রূপে। আসলে তামিলনাড়ুতে একটি দেওয়ালে মমতার ছবি-সহ ওই দেওয়াল লিখনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় ফিরেই, বাংলার রাজনীতির গণ্ডি পেরিয়ে, এবার গোটা দেশের রাজনীতির ময়দানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বাংলার বাইরে একাধিক রাজ্যে সংগঠন আরও মজবুত করাই এখন অন্যতম লক্ষ হয়ে দাঁড়িয়েছে ঘাসফুল শিবিরের।

ক্ষমতায় আসার পর থেকেই ২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, কেন্দ্রে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে অ-বিজেপি শক্তিগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় ফেরার পর, এমনিতেই অবিজেপি নেতৃত্বের কাছে নেত্রীর গুরুত্ব অনেক বেড়ে গেছে। দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে অন্যতম মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে রোখার লক্ষ্যে এবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস ২১ জুলাইয়ের মঞ্চকেই হাতিয়ার করতে চলেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ভার্চুয়ালি শোনানো হবে দিল্লিতেও। পাশাপাশি ত্রিপুরা-পাঞ্জাব-সহ আরও বেশ কয়েকটি রাজ্যেও তা শোনানোর পরিকল্পনা রয়েছে ঘাসফুল শিবিরের। আর এবার তো দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল শুধু দিল্লিতেই নয়, দক্ষিণের রাজনীতিতেও পৌঁছে গেছে। জয়ললিতার তামিলনাড়ুতে দেখা গেল মমতার নামে দেওয়াল লিখন। যা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।