শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চার-এ ৪ তৃণমূল কংগ্রেস! প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

০৩:০৭ পিএম, নভেম্বর ২, ২০২১

চার-এ ৪ তৃণমূল কংগ্রেস! প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা ছিল। খড়দা, গোসাবা, দিনহাটা, শান্তিপুর এই চার কেন্দ্রে কোন দল জিতবে? ফের কি শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রে বিজেপিই বাজিমাত করবে? এইসব প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিল রাজ্যবাসী থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক দল। অবশেষে পরীক্ষার ফল প্রকাশিত।

একুশের বিধানসভা নির্বাচনে এই চার কেন্দ্রের ফল ছিল দুটিতে বিজেপি এবং বাকি দুটিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই চার কেন্দ্রের উপনির্বাচনের ফল দুই-দুই থেকে হল ৪-৪। চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয় হাসিল করল ঘাসফুল শিবির। এখন চলছে এ চার কেন্দ্রের জয়ের উৎসব উদযাপন। সবুজ আবির উড়ছে এই চার কেন্দ্রের আকাশে। সঙ্গে চলছে মিষ্টিমুখ।

এদিন গণনা চলাকালীন উদয়ন গুহর জয়ের পরেই, টুইট করে চার জন জয়ী তৃণমূল প্রার্থীকেই অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী বলেন, এই জয় বাংলার মানুষের জয়। উন্নয়নের জয়। ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে বাংলার মানুষ।’

https://twitter.com/MamataOfficial/status/1455437571870257160

দিনহাটা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। ৬ মাসের মধ্যে উপনির্বাচনে ১ লক্ষ ৬৪ হাজার ৮৮ ভোটে জয়ী হয়েছেন উদয়ন গুহ। গত বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে, বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি পরবর্তীতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। তাই এই কেন্দ্রে পুনরায় নির্বাচন হয়। এবারেও এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন উদয়ন গুহ। বিজেপি এই আসনে প্রার্থী করেছে অশোক মণ্ডলকে। অন্যদিকে, বামেরা এই আসনে প্রার্থী করেছে উদয়ন গুহর প্রাক্তন সতীর্থ এবং ফরওয়ার্ড ব্লকের নেতা আব্দুর রউফকে। এই আসনে আগের থেকে ৪ গুণ বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল। ৬ মাসের মধ্যেই বিজেপির হাতছাড়া হল এই কেন্দ্র। নিশীথের ২৩৪ নম্বর বুথেও হার হয়েছে বিজেপির। নিশীথ প্রামাণিকের বুথে তৃণমূল পেয়েছে ৩৬০ টি ভোট। আর বিজেপি পেয়েছে ৯৫ টি ভোট।

শান্তিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ১৭ রাউন্ড শেষে ৬৩ হাজার ৮৯২ ভোটে জিতেছেন। এই কেন্দ্রেও বিজেপির প্রার্থী সাংসদ জগন্নাথ সরকার বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। তাই এই কেন্দ্রেও উপনির্বাচন হয়। এই কেন্দ্রের বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস এবং বাম প্রার্থী ছিলেন সৌমেন মাহাত।

খড়দা কেন্দ্রেও জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ৯৩ হাজার ৮৩২ ভোটে। এদিন ভোটের ফল প্রসঙ্গে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, ‘খড়দায় এই ফলাফল খানিকটা ৩০ তারিখেই আশা করা যাচ্ছিল। যেভাবে ভোট প্রক্রিয়া চালানো হয়েছিল, সব বুথ আটকে, ভোটারদের প্রভাবিত করে ভোট করানো হয়েছে। একদিক থেকে দেখতে গেলে বিজেপির নৈতিক জয় সেদিনই হয়ে গেছিল। মানুষের সামনে সত্য আমরা তুলে ধরতে পেরেছিলাম। যেভাবে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, তারপর তো এর থেকে অন্য কোনও ফল আশা করা যায় না।’

বাকি রইল গোসাবা কেন্দ্র, এই গোসাবাতেও এক লক্ষের বেশি ভোটে জয় হাসিল করেছে তৃণমূল। এদিন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ১ লক্ষ ৪১ হাজার ৮৯৩ ভোটে জয়ী হয়েছেন। এদিন তিনি বলেন, ‘এই জয় রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর উন্নয়ন, তাঁর মানবিক প্রকল্পের জয়। গোসাবার মানুষ তাঁকে মা হিসেবে দেখেন। সর্বোপরি গোসাবাকে সুরক্ষিত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৩ তারিখের সভায় যে কংক্রিটের বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বিষয়ে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন।’

এদিন এই চার কেন্দ্রে গণনার শুরু থেকেই প্রতি রাউন্ডের গণনায় ব্যবধান বাড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেস। শতাংশের হিসেবেও রেকর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস এই চার কেন্দ্রে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জয় প্রসঙ্গে বলেন, ‘শব্দহীন দীপাবলি একেই বলে, বিজেপি বন্ধুদের শুভেচ্ছা।’