বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

রাজ্যের স্বাস্থ্য ভারতের মধ্যে শ্রেষ্ঠ: মমতা

০৯:১৩ এএম, ফেব্রুয়ারি ১৬, ২০২১

রাজ্যের স্বাস্থ্য ভারতের মধ্যে শ্রেষ্ঠ: মমতা
কলকাতার চিত্তরঞ্জন সেবা সদনে 'মা ও শিশু' প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল সরকারের দাবি, বর্তমানে প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের জন্য আগের চেয়ে উন্নত চিকিত্‍সা পরিষেবার উপর নজর দেওয়া হচ্ছে। গত বছর ডিসেম্বরে প্রসূতি ও সদ্যোজাত শিশুদের কথা মাথায় রেখেই ক্যানিং হাসপাতালে 'মাদার অ্যান্ড চাইল্ড হাব'-এর শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন চিত্তরঞ্জন সেবা সদনে তৈরি হল এই 'মাদার অ্যান্ড চাইল্ড হাব'। এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, "এই নিয়ে সারা বাংলায় ১৭টা এই হাব তৈরি হল। ৩০৩ টি বাচ্চাদের সিক নিউ বর্ন কেয়ার ইউনিট তৈরি হয়েছে। যেখানে বাচ্চাদের ২৮ দিন বয়স পর্যন্ত চিকিত্‍সা করা হয়। ৪৩ টি মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। হাসপাতালের মান উন্নত হয়েছে। যে কোনও হাসপাতাল গেলে মনে হবে বিশ্বের কোনও সেরা হাসপাতালে আছি।" মুখ্যমন্ত্রী দাবি করেন, "রাজ্যের স্বাস্থ্য ভারতের মধ্যে শ্রেষ্ঠ। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সা স্বাস্থ্য আর বিনা পয়সায় শিক্ষা, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না, যা এ রাজ্যে রয়েছে।"