বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

মনোজ তিওয়ারি যোগ দিতে পারেন তৃণমূলে

০৯:৪৪ এএম, ফেব্রুয়ারি ২৪, ২০২১

মনোজ তিওয়ারি যোগ দিতে পারেন তৃণমূলে
বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি এবার তৃণমূলে যোগ দিতে পারেন। বুধবার হুগলির সাহাগঞ্জে জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই মনোজ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে খবর। রঙিন পর্দা তারকাদের পর এবার খেলার মাঠের নক্ষত্ররা রাজনীতির ময়দানে! রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দিয়েছেন রূপোলি পর্দার এক ঝাঁক মুখ। এবার খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নামার পালা অনেকের। জানা গিয়েছে, মনোজ তিওয়ারি ছাড়া ওই সভায় ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দেও তৃণমূলে যোগ দিতে পারেন। বাংলার আরেক ক্রিকেটার কিছুদিন আগেই তৃণমূল ছেড়েছেন। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু আচমকাই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি জানান, মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়াতে চান। তার পর থেকেই লক্ষ্মীর বিজেপি-তে যোগদানের জল্পনা জোরদার হয়। যদিও লক্ষ্মী জানান, তিনি আপাতত রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতে চান। ক্রিকেটে ফিরতে চান বলে জানান তিনি। তবে এরই পাশাপাশি, তাঁর গলায় আক্ষেপের সুরও ছিল। লক্ষ্মী বলেছিলেন, ''আমি নামেই মন্ত্রী।''