মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মরশুমের প্রথম তুষারপাতে শিমলার বরফাবৃত টয় ট্রেনের ছবি শেয়ার করল ভারতীয় রেল মন্ত্রক, মুগ্ধ নেটিজেনরা

১০:৪৬ এএম, ফেব্রুয়ারি ৫, ২০২১

মরশুমের প্রথম তুষারপাতে শিমলার বরফাবৃত টয় ট্রেনের ছবি শেয়ার করল ভারতীয় রেল মন্ত্রক, মুগ্ধ নেটিজেনরা
বংনিউজ২৪x৭ ডেস্কঃ হিমাচলপ্রদেশের রাজধানী শিমলা এখন বরফের চাদরের তলায়। যেদিকে চোখ যায়, শুধুই ধবধবে সাদা বরফ। শুধুমাত্র শিমলা নয়, বরফের চাদরে ঢাকা পড়েছে কুফরি, কিলং এবং কল্পাও। বৃহস্পতিবার সকাল থেকেই শিমলা এবং হিমাচলপ্রদেশের অন্যান্য অঞ্চলে এক নাগাড়ে তুষারপাত হয়ে চলেছে। আচমকা এই তুসারপাতের কারণে পর্যটকদের মধ্যেও এসেছে খুশির জোয়ার। এই মুহূর্তে শিমলার তাপমাত্রা হিমাঙ্কের নিচে। মানালির সোলাং ভ্যালিতে স্কি-র আনন্দ উপভোগ করছেন পর্যটকরা এই ঠাণ্ডার মধ্যেই। এদিকে আচমকা এই তুষারপাতের কারণে শিমলা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। শুধু তাই নয়, কোথাও কোথাও আবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবার বরফের চাদরে মোড়া শিমলার শিমলা-কালকা ন্যারোগেজ লাইনে চলা বিশেষ সাত কোচের হেরিটেজ টয় ট্রেনের ছবি টুইটারে প্রকাশ করেছে ভারতীয় রেল মন্ত্রক। ক্যাপশনে লিখেছে, ‘শিমলার বরফাবৃত ট্র্যাকে বরফে ঢাকা লোকোমোটিভ (ইঞ্জিন)৷ শিমলা-কালকা হেরিটেজ রুটের দৃশ্য সকলকে মুগ্ধ করেছে৷’ https://twitter.com/RailMinIndia/status/1357377415316729856 যদিও শুক্রবার অর্থাৎ আজ থেকে তাপমাত্রা বাড়বে বলেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাস মিলেছে৷ শ্বেতশুভ্র শিমলার ছবি ট্যুইট করেছে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা৷ এই মুহূর্তে শিমলার ছবি দেখলে মনে হবে, এ যেন আর এক জম্মু-কাশ্মীর৷ https://twitter.com/ANI/status/1357375868889300993