বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

দীর্ঘ ১৪ বছর পর বৃদ্ধি পাচ্ছে দেশলাইয়ের দাম, ডিসেম্বর থেকেই কার্যকর হবে নয়া দাম

০২:৫৮ পিএম, অক্টোবর ২৪, ২০২১

দীর্ঘ ১৪ বছর পর বৃদ্ধি পাচ্ছে দেশলাইয়ের দাম, ডিসেম্বর থেকেই কার্যকর হবে নয়া দাম
দিন দিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তবে এই তালিকায় নিজের নাম দীর্ঘ ১৪ বছর ধরে আনে নি দেশলাই। তবে এবার দেশলাই প্রস্তুত কারক সংস্থা গুলি ঠিক করেছে দাম বৃদ্ধি করতে হবে দেশলাই এর। ২০০৭ সালে পরিবর্তন হয়েছিল দেশলাই এর দাম। তখন ছিল ৫০ পয়সা। আর সেই বছর দেশলাই কাঠির দাম দ্বিগুণ বেড়ে হয় ১ টাকা। সেই মত এখনও অনুমান করা যায় দেশলাই এর দাম বেড়ে হতে চলেছে দ্বিগুণ। অর্থাৎ এবার দেশলাইয়ের দাম হবে ২ টাকা। এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া চেম্বার অফ ম্যাচবক্স। আগামী ডিসেম্বর মাস থেকে কার্যকরী হবে এই দাম। এই দাম বৃদ্ধির কারণ হিসেবে দেশলাই প্রস্তুতকারক সংস্থাগুলি জানিয়েছে কাঁচামালের দাম বৃদ্ধির জন্য তাদের এই সিদ্ধান্ত। দেশলাই কাঠি তৈরির জন্য মূলত ১৪ রকমের উপাদান লাগে। সেগুলির মধ্যে বেশিরভাগ জিনিসেরই দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। তার মধ্যে রেড ফসফরাসের দাম বর্তমানে ৪২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১০ টাকা। আউটার বক্স বোর্ড আগে পাওয়া যেত ৩৬ টাকায় তা এখন হয়েছে ৫৫ টাকা। ইনার বক্স বোর্ডের দাম ৩২ টাকা থেকে হয়েছে ৫৮ টাকা। তাই এইসব কিছু মাথায় রেখে দেশলাইয়ের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।