শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিমি!

০৬:৩৭ পিএম, জুন ৩০, ২০২১

শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিমি!

বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা আমাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রী, প্রিয় গায়ক, মডেল, খেলোয়ার সহ বিনোদন জগতের সাথে যুক্ত সকলের নানা খবর মুহূর্তে পেয়ে থাকি। বিনোদন জগতের তারকারা সকলেই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। সোশ্যাল মিডিয়ার অন্যতম ক্ষেত্র ইন্সটাগ্রাম, ফেসবুক, ট্যুইটার এর দ্বারা তারা তাদের ছবি, ভিডিও পোস্ট করে থাকেন। ভক্তদের কাছে নিজেদের নানা ছবি, ভিডিও আপলোড করে তাদের সব আপডেট দিয়ে থাকেন তাঁরা। তারমধ্যে হলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি, ভিডিও পোস্ট করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যাও অনেক। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ারস সংখ্যা ২.৭ মিলিয়ন। আর তাই সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি সুস্থ হয়ে ওঠেছেন। আর সেখবর নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ লিলি ফুলের ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে তাঁর খারাপ সময়ের কথা জানান। সঙ্গে তাঁকে শক্তিশালী করার জন্য ভক্তদের ধন্যবাদ জানান তিনি। দেখুন পোস্টটি..

https://www.instagram.com/p/CQu9Z1vMVwN/

কসবার ভুয়ো টিকা কেন্দ্র থেকে টিকা নিয়েছিলেন এলাকার তারকা সাংসদ মিমি চক্রবর্তী। তবে প্রথমে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দিলেও পরে তিনি অসুস্থ হয়েপরেন। পেটে ব্যাথা সহ কমে যায় রক্তচাপও। দেখা দেয় ডিহাইড্রেশনের সমস্যাও। আর তারপর বাড়িতেই ব্ল্যাড টেস্টের ব্যাবস্থা করা হয় অভিনেত্রী তথা সাংসদ মিমির, এমনটাই জানা গিয়েছিল।

প্রসঙ্গত কসবায় দেবাঞ্জন দেব নামক ভুয়ো IAS অফিসার এর রহস্য খুলছে ধীরে ধীরে। কসবা এলাকায় ভুয়ো ভ্যাক্সিনেশন সেন্টার খোলেন তিনি। সেখান থেকেই মঙ্গলবার, ২২ জুন টিকা নেন মিমি। তারপরে টিকা নেওয়ার সার্টিফিকেট না পাওয়ায় পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করেন তিনি। তাঁরই তত্পরতায় বুধবার জানা যায় ওই ভ্যাকসিনেশন ক্যাম্প আসলে ভুয়ো। এরপরই কসবার ওই ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টারে যাঁরা যাঁরাই টিকা নিয়েছেন তাঁদের সকলকে চিকিত্সকের পরামর্শ নেওয়ার আবেদন জানান মিমি। তবে একইসঙ্গে পরামর্শ দেন অযথা উদ্বেগ না করার।