শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ভারোত্তোলনে ইতিহাস! টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক পেলেন মীরাবাঈ চানু

০১:২৮ পিএম, জুলাই ২৪, ২০২১

ভারোত্তোলনে ইতিহাস! টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক পেলেন মীরাবাঈ চানু

ভারোত্তোলনে ইতিহাস! টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক পেলেন ইম্ফলের মহিলা অ্যাথলিট সাঁইখম মীরবাই চানু। ওয়েটলিফ্টিংয়ে রূপোর পদক জিতে অলিম্পিকের প্রথম দিনই ভারতের মুখ উজ্জ্বল করেলন এই ভারতীয় মহিলা ভারত্তোলক। ২১ বছর পর দেশের হয়ে ভারোত্তোলনে ফের ইতিহাস গড়লেন মীরাবাঈ। তবে একটুর জন্য হাতছাড়া হলো স্বর্ণপদক। সোনা জিতেছেন চিনের হোউ জিহুই।

[caption id="attachment_23565" align="alignnone" width="1280"]ভারোত্তোলনে ইতিহাস! টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক পেলেন মীরাবাঈ চানু ভারোত্তোলনে ইতিহাস! টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক পেলেন মীরাবাঈ চানু[/caption]

অলিম্পিকে মহিলাদের ৪৯ কেজির ভারোত্তোলন বিভাগে রূপোর পদক নিশ্চিত করেন মীরাবাঈ। প্রথমবার ৮৪ কেজি এবং দ্বিতীয়বারের চেষ্টায় ৮৭ কেজি ওজন তোলেন তিনি। তবে তৃতীয়বার ৮৯ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন। কিন্তু চিনের হোউ জিহুই ৯২ কেজি ওজন তুলে ফেলেন। অন্যদিকে, শেষ চেষ্টায় ১১৭ কেজি তুলতে তিনি ব্যর্থ মীরাবাঈ। শেষ পর্যন্ত ১১৫ কেজি ওজন তুলে রূপো নিশ্চিত করেন তিনি। প্রথম হয়ে সোনার পদক পায় চিন।

শনিবারই অলিম্পিকের প্রথম দিন। আর প্রথমদিনেই মীরাবাঈয়ের হাত ধরে পদক জয় ভারতের। তবে অন্যদিকে আশা জাগিয়েও ব্যর্থ হন ভারতীয় তিরন্দাজির মিক্সড টিম দীপিকা কুমারী ও প্রবীণ যাদব। ইভেন্টের কোর্য়াটার ফাইনালে উঠলেও অবশেষে কোরিয়ার কাছে হেরে যায় ভারতীয় জুটি। ফলে পদকও হাতছাড়া হয়।