শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মুখের দুর্গন্ধ দূর করতে টুথপেস্ট এ মেশান এই বিশেষ উপাদান

১১:৩৫ পিএম, এপ্রিল ১৭, ২০২১

মুখের দুর্গন্ধ দূর করতে টুথপেস্ট এ মেশান এই বিশেষ উপাদান
মুখের দুর্গন্ধের জেরে অনেক সময়েই নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজ জেনে নিন এর থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া পদ্ধতি। প্রতিদিন সকালবেলা আপনি ব্রাশ করেন কিন্তু যদি টুথপেস্ট এর সাথে এই উপাদানটি মিশিয়ে দেন তাহলে আপনি ফল পাবেন একদম হাতেনাতে । কারণেই উপাদান কোন এসিড নয় যার ফলে মারি ও দাঁতের কোন ক্ষতি করে না । তার পাশাপাশি এটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যার ফলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় এবং এই উপাদানটি হলো বেকিং সোডা। আপনি যদি আপনার টুথপেস্টে সাথে বেকিং সোডা স্বল্প পরিমাণে মিশিয়ে প্রতিদিন সকাল বেলা এবং রাতের বেলা শুতে যাওয়ার আগে ব্রাশ করে থাকেন তাহলে মাত্র এক সপ্তাহে আপনার মুখের দুর্গন্ধ অনেকখানি দূর হয়ে যাবে । এবং এই দুর্গন্ধ দূর যে ক্ষণিকের জন্য হবে তেমন কিন্তু নয় । চিরতরে খুব সহজেই মুক্তি পাবেন দুর্গন্ধ থেকে । তাহলে বেশি ভাববেন না আজই ব্যাবহার করে দেখুন এবং মুক্তি পান দুর্গন্ধযুক্ত মুখ থেকে । এছাড়াও মুখের দুর্গন্ধ দূর করতে বিশেষ কার্যকরী একটি উপাদান হলো লবঙ্গ। দু তিনটি লবঙ্গ আপনি মুখের মধ্যে রেখে দিলে দেখবেন মুখের গন্ধ অনেকটাই ফিকে হয়ে এসেছে।