শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

চতুর্থ দফার ভোটে ফের বঙ্গে মোদী! রয়েছে জোড়া জনসভা

১০:১৫ পিএম, এপ্রিল ৯, ২০২১

চতুর্থ দফার ভোটে ফের বঙ্গে মোদী! রয়েছে জোড়া জনসভা

শনিবার চতুর্থ দফার ভোটের দিন রাজ্যে ফের জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল প্রথম সভা শিলিগুড়ি এবং দ্বিতীয়টি নদিয়ার কৃষ্ণনগরে হওয়ার কথা। এর আগের দফা ভোটের দিনও রাজ্যে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই নিয়ে নির্বাচন কমিশনে এসে প্রশ্নও তুলেছিল তৃণমূল। এরপর ফের একবার চতুর্থ দফা ভোটের দিন বাংলায় জোড়া সভা করতে আসছেন নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, আগামীকাল শিলিগুড়ির সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিত থাকার কথা রয়েছে। এখন আপাতত উত্তরবঙ্গের রয়েছেন দিলীপ ঘোষ। আজও জলপাইগুড়ি জেলায় বেশ কিছু কর্মসূচি ছিল তার। সেইগুলো মিটিয়ে আজ রাতেই শিলিগুড়ি পৌঁছে গিয়ে যাবেন তিনি এবং আগামীকাল শনিবার দুপুরে যোগ দেবেন প্রধানমন্ত্রীর সভায়। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কোচবিহারের শীতলকুচিতে বিজেপির রাজ্য সভাপতির উপর যে হামলা হয়েছিল তারপরেই আগামীকালের সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোট ঘোষণা হওয়ার পর একাধিকবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় নেতৃত্বরা। শুক্রবারেও মমতার গড় ভবানীপুর বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বাগুইআটিতে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এমনকি রাজ্যে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রধানমন্ত্রীও এসেছেন দফায় দফায়। তৃতীয় দফার ভোটের দিনও কোচবিহার এবং হাওড়ার ডুমুরজলায় জোড়া জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী।

এরপর সেই একই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে চতুর্থ দফার ভোটের দিনও রাজ্যে জোড়া সভা করবেন তিনি। কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে তৃণমূলের একসময়ের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়কে। আগামীকাল কৃষ্ণনগর উত্তরে মূলত তার সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল ফের একবার রাজ্যে আসবেন মোদি। তখন নদীয়ার কল্যাণীতে সভা করবেন তিনি।