বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সোমবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

০৯:০০ এএম, ফেব্রুয়ারি ২১, ২০২১

সোমবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রতীক্ষার অবসান। ট্রায়াল রান নির্বিঘ্নে সম্পন্ন হতেই শুরু হতে চলেছে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটের মেট্রো পরিষেবা । আগামী সোমবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দিন থেকেই দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি সোমবার হুগলি জেলায় ডানলপ মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকেই দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে, ডানলপ মাঠে মোদীর সভামঞ্চের পাশেই একটি আলাদা মঞ্চ থাকবে। সেখান থেকেই রিমোটের মাধ্যমে নয়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপর দিন থেকেই দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, মঙ্গলবার থেকে প্রতিদিনই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে মেট্রো । কাজের দিন বা অফিসের দিনে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া-কবি সুভাষ, এই রুটে মোট ২৪৪টি ট্রেন চলবে। অফিস টাইমে প্রতি ৬ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে। তবে শনিবার সংখ্যাটা কিছু কম হবে। সেদিন মোট ২২৮টা ট্রেন চলবে। উল্লেখ্য, দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে ২৩ ডিসেম্বর মেট্রোর প্রথম ট্রায়াল রান হয়। তারপর আরও বেশ কয়েকদিন নির্বিঘ্নে ট্রায়াল রান হয়। এরপরই যত তাড়াতাড়ি সম্ভব এই রুটে পরিষেবা চালুর সিদ্ধান্ত নেন মেট্রো আধিকারিকরা। এখন চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার জন্য গত ৫ ও ৬ ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর মেট্রো পর্যবেক্ষণে আসেন রেলের সেফটি কমিশনার। সেই পর্যবেক্ষণের পর ছাড়পত্র মিলতেই এবার চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো সার্ভিস