বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাজ্যে এল আরও দশ কোম্পানি আধাসেনা

১০:৫২ পিএম, ফেব্রুয়ারি ২৭, ২০২১

রাজ্যে এল আরও দশ কোম্পানি আধাসেনা

ভোটের নির্ঘন্ট প্রকাশের আগেই বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে এসেছে ২১ কোম্পানি আধাসেনা। এরপর পাটনা থেকে বিশেষ ট্রেনে চিৎপুরে নামল সীমা সুরক্ষা বলের আরও দশ কোম্পানি আধাসেনা।

সূত্রের খবর, এর মধ্যে দু কোম্পানি করে বাহিনী আজই পাঠানো হচ্ছে বনগাঁ এবং বসিরহাটে। তিন কোম্পানি যাবে বারাসাতে এবং বাকি তিন কোম্পানি বাহিনী কলকাতার জন্য। কলকাতায় আসা সীমা সুরক্ষা বলের জওয়ানদের রাখা হচ্ছে পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস) এবং কলকাতা পুলিশের দু'নম্বর ব্যাটালিয়ানে।

এর পাশাপাশি অসমের রঙ্গিয়া থেকে রাজ্যে আসছে সীমা সুরক্ষা বলের আরো আট কোম্পানি আধাসেনা। আট মধ্যে কোম্পানির মধ্যে ৬ কোম্পানি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই ছয় কোম্পানির মধ্যে তিন কোম্পানি যাবে দার্জিলিঙে বাকি তিন কোম্পানি কালিম্পং। বাকি ২ কোম্পানি রাতে এসে পৌছবে চিৎপুর স্টেশন। সেই বাহিনী কলকাতা থেকে সরাসরি চলে যাবে সুন্দরবনে।