শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাড়ছে সংক্রমণ, দোলে একাধিক নিষেধাজ্ঞা প্রশাসনের

০৯:২৯ এএম, মার্চ ২৮, ২০২১

বাড়ছে সংক্রমণ, দোলে একাধিক নিষেধাজ্ঞা প্রশাসনের

করোনার দ্বিতীয় ঢেউয়ের আছড়ে পড়তে চলেছে বাংলায়। দিনদিন ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮০০ জন। কলকাতায় এই সংখ্যা প্রায় 300 ছুঁই ছুঁই। তাই হোলিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

যে হারে দেশের করোনা পরিস্থিতি আবার ভয়াবহ হয়ে উঠছে সেখানে দাঁড়িয়ে রঙের উৎসব হোলিতে এবং অন্যান্য উৎসবের নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবের চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশিকায় বলা হয়েছে: ১. কোনও জমায়েত বা শোভাযাত্রা না করা। দোল এ বছর পরিবারেই সীমাবদ্ধ থাক।

২. শারীরিকভাবে কাছে গিয়ে রং বা আবির মাখাবেন না।

৩. ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন। ৪. দোকান, বাজার বা রেস্তোরাঁয় শারীরিক দূরত্ব-বিধি বজায় রাখুন।

৫. বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের ভিড় থেকে দূরে রাখুন।

৬. মাস্ক না পরে বাইরে বেরোবেন না।

৭. সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে বারবার।

অন্যদিকে ভোটের সময় মিছিল-মিটিং প্রচার কর্মসূচী যেভাবে করা হচ্ছে তাতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না একেবারেই। মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব মেনে চলার কোন বালাই নেই মানুষের মধ্যে। আর এই থেকেই সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা আরো বেশি করেই বাড়ছে।