বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সাবধান! শিশুকে সঙ্গে নিয়ে বাইকসফরে মানতে হবে এই নিয়ম, কড়া নয়া নিয়ম কেন্দ্রের

০৯:১০ পিএম, অক্টোবর ২৬, ২০২১

সাবধান! শিশুকে সঙ্গে নিয়ে বাইকসফরে মানতে হবে এই নিয়ম, কড়া নয়া নিয়ম কেন্দ্রের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আপনি কি শিশুকে সঙ্গে নিয়ে চলেছেন মোটরবাইকে? তাহলে এবার থেকে এই নিয়ম মানতেই হবে। নতুন নিয়ম আনল কেন্দ্রের মোদী সরকার। শিশুকে নিয়ে সফরের ক্ষেত্রে মোটরবাইকের গতিবেগ বেঁধে দিল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।

শিশু যাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা চালু করার লক্ষ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক একটি প্রস্তাব এনেছে। কেন্দ্রের আনা সেই প্রস্তাবে বলা হয়েছে যে, মোটরসাইকেলে ৪ বছর বয়সী বা তার কম বয়সী শিশু থাকলে, সেই গাড়ির গতিবেগ ৪০-এর বেশি হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, এমন কোনও শিশু যদি মোটরসাইকেলে থাকে, যার বয়স ৯ মাস থেকে ৪ বছর পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে গতিবেগ কমানো নিশ্চিত করতে হবে চালককে। অবশ্যই ক্র্যাশ হেলমেট পরতে হবে।

কেন্দ্রের আনা এই নয়া নিয়ম বাস্তবে কতোটা কার্যকর হয়, মানুষ এই নিয়ম আদৌ যথাযথভাবে পালন করেন কিনা, সেটাই এখন দেখার।