শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কলকাতা পুলিশের এনকাউন্টারে খতম দেশের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার জয়পাল! কে সেই ব্যক্তি?

০৮:২৪ পিএম, জুন ৯, ২০২১

কলকাতা পুলিশের এনকাউন্টারে খতম দেশের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার জয়পাল! কে সেই ব্যক্তি?

ছিলেন জাতীয় স্তরের অ্যাথলিট। সেখান থেকে হয়ে গেলেন দেশের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার। তিনি জয়পাল সিং ভুল্লার৷ আজ দুপুরে নিউটাউনে কলকাতা পুলিশের রুদ্ধশ্বাস এনিকাউন্টারে নিহত হন তিনি। তাঁর সঙ্গে নিহত হন আরেক দুষ্কৃতী যশপ্রীত জস্সির৷ কে এই জয়পাল? কী তার আসল পরিচয়? কীভাবেই বা তিনি হয়ে উঠেছিলেন দেশের অন্যতম কুখ্যাত এক গ্যাংস্টার? আসুন জেনে নেওয়া যাক...

জয়পালের আসল নাম মনজিৎ সিং। তাঁর বাবা একজন নামকরা পুলিশকর্মী ছিলেন। ছেলেবেলা থেকে বন্দুকে প্রতি ঝোঁক৷ বড় বাড়ার সঙ্গে সঙ্গেই বেছে নিয়েছিলেন খেলার ট্র‍্যাককে। হ্যামার থ্রো তে জাতীয় স্তরের খেলোয়াড় ছিলেন মনজিৎ তথা জয়পাল। বহু মেডেলও পেয়েছিলেন তাতে। কিন্তু ভাগ্যলেখা যেন অন্যরকমই ছিল৷ বয়স যখন ১৯, লুধিয়ানায় একটি সংঘর্ষে নাম জড়াল তাঁর। সেই ঘটনার জেরে জেলেও যেতে হল তাঁকে। সেখাম থেকে ছাড়া পাওয়ার পর ফের অন্ধকার জগতের লোকজনের সঙ্গে মেলামেশা শুরু হয় জয়পালের। তারপরই গ্যাংস্টার হিসেবে নিজের প্রভাব বিস্তার করতে থাকেন তিনি।

[caption id="attachment_17961" align="alignnone" width="1024"]কলকাতা পুলিশের এনকাউন্টারে খতম দেশের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার জয়পাল! কে সেই ব্যক্তি? কলকাতা পুলিশের এনকাউন্টারে খতম দেশের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার জয়পাল! কে সেই ব্যক্তি?[/caption]

পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের 'মোস্ট ওয়ান্টেড' দুষ্কৃতীর তালিকায় প্রথম দিকে ছিল জয়পালের নাম। চার রাজ্যে প্রায় ৪৫টি মামলা চলছিল তাঁর নামে। ড্রাগ আর বন্দুকের নেশাই তাঁকে ঠেলে দিয়েছিল এই পাপের দুনিয়ায়। লুধিয়ানা এবং চণ্ডীগড়ের জেলে ডাকাতি, খুন ইত্যাদি নানা অভিযোগে জয়পালের আসা যাওয়া লেগেই থাকত। ২০১৬ সালে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হিমাচল-প্রদেশ গ্যাংস্টার যশবিন্দর সিং রকিকে খুন করারও অভিযোগ ওঠে জয়পালের নামে। তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

এরমধ্যেই পাঞ্জাবের ৫ পুলিশ কর্মীকে খুন করে গা ঢাকা দেন জয়পাল। তাঁকে ধরার জন্য পাঞ্জাব পুলিশ ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণাও করে। ২০১৭ সালে ব্যাঙ্কের ভ্যান থেকে ১ কোটি ৩৩ লক্ষ টাকা টাকা লুঠ করে ফের পালান তিনি। আইআইএফএল থেকে ৩০ কেজি সোনা লুঠের সঙ্গেও জড়িত ছিল তাঁর নাম। এরপর চলতি বছর মে মাসে লুধিয়ানার দুই পুলিশকে ফের খুন করেন ওই কুখ্যাত গ্যাংস্টার।

[caption id="attachment_17962" align="alignnone" width="1024"]কলকাতা পুলিশের এনকাউন্টারে খতম দেশের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার জয়পাল! কে সেই ব্যক্তি? কলকাতা পুলিশের এনকাউন্টারে খতম দেশের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার জয়পাল! কে সেই ব্যক্তি?[/caption]

জানা গিয়েছে, ড্রাগ চক্রের সঙ্গেও যুক্ত ছিল জয়পালের নাম। এই রাজ্যেও অস্ত্র পাচার করতেন তিনি। আজ কলকাতা পুলিশ গোপন সূত্রে খবর যায় যে, নিউটাউনের সাপুরজি কমপ্লেক্সে সঙ্গীর সঙ্গে গা ঢাকা দিয়ে রয়েছেন জয়পাল। এরপরই সেখানে হানা দেয় পুলিশ। শুরু হয় রুদ্ধশ্বাস অপারেশন। অবশেষে পুলিশের এনকাউন্টারের খেত খতম হয় কুখ্যাত এই গ্যাংস্টার এবং তাঁর সঙ্গীর। দেশের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' দুষ্কৃতীকে খতম করায় কলকাতা পুলিশের কাছেও আজকের দিনটি একটি 'মাইলস্টোন' বটে!