মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বড় পরিবর্তন! আগামী মাস থেকে পোস্ট অফিসের একাধিক নিয়মে বদল, রইলো বিস্তারিত

০২:৫৮ পিএম, মার্চ ৭, ২০২১

বড় পরিবর্তন! আগামী মাস থেকে পোস্ট অফিসের একাধিক নিয়মে বদল, রইলো বিস্তারিত

বংনিউজ২৪x৭ ডেস্কঃ ফের বড় বদল আসতে চলেছে পোস্ট অফিসের নিয়মে। আগামী মাস শুরু থেকেই অর্থাৎ ১ লা এপ্রিল থেকে পোস্ট অফিসের একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। উল্লেখ্য পোস্ট অফিসে টাকা জমা ও টাকা তোলার ক্ষেত্রে এবার থেকে দিতে হবে চার্জ। এমনটাই জানা যাচ্ছে। ১ লা এপ্রিল থেকে পোস্ট অফিসের নিয়মে কী কী বদল হতে চলেছে একনজরে দেখে নিন..

প্রসঙ্গত টাকা তোলার ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট ও কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ২৫,০০০ টাকা থেকে বেশি টাকা তুললেই চার্জ হিসেবে ২৫ টাকা করে দিতে হবে। অন্যদিকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ১০ হাজার টাকার বেশি টাকা জমা দিলেই চার্জ হিসেবে দিতে হতে পারে ২০-২৫ টাকা পর্যন্ত।

এছাড়া পোস্ট অফিসে বেসিক সেভিংস অ্যাকাউন্ট আছে যাদের তারা টাকা তোলার ক্ষেত্রে ৪ বার কোনও চার্জ ছাড়ায় টাকা তুলতে পারবে। তবে ৪ বারের বেশি টাকা তোলার সময় দিতে হবে ২৫ টাকা বা ০.৫ শতাংশ চার্জ ৷ অন্যদিকে ইন্ডিয়া পোস্ট অফিসের আইপিপিবি নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি লেনদেন চালু হবে তবে নন আইপিপিবি এর ক্ষেত্রে ৩ বার পর্যন্ত ফ্রি লেনদেন চালু থাকবে। তারপর লাগবে চার্জ।