মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ইডেনে দিন রাতের ম্যাচ! নাইট কার্ফু নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

১০:১৬ পিএম, নভেম্বর ২০, ২০২১

ইডেনে দিন রাতের ম্যাচ! নাইট কার্ফু নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
করোনার ধাক্কা সামলে আগামীকাল ইডেনে ভারত বনাম নিউজিল্যান্ডের টি-২০ ম্যাচ। এই ম্যাচ হবে দিন রাতের। আর এরপরেই নাইট কার্ফু সেই সময় শিথিল করা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে নবান্নের তরফে মিলল সবুজ সংকেত। আগামীকাল রাতে দুই ঘণ্টার জন্য শিথিল করা হল নাইট কার্ফু। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয় নবান্নের তরফে। ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ ম্যাচের আগে সেজে উঠছে ইডেন গার্ডেন্স। প্রায় দু'বছর পর  ইডেনে জ্বলবে ফ্লাড লাইট। ম্যাচের জন্য দর্শকদের যাতে অসুবিধায় পড়তে না হয় তাই আগেই নাইট কারফিউ শিথিল করার আবেদন জানিয়েছিলেন সিএবি- কর্তারা। বৈঠকে বসেছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। সেই মতই এবার ওইদিন নাইট কার্ফুতে দুঘন্টার জন্য ছার দিল নবান্ন। [caption id="attachment_40724" align="alignnone" width="719"] ইডেনে দিন রাতের ম্যাচ! নাইট কার্ফু নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের[/caption] এদিনের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ নভেম্বর ইডেনে খেলা থাকার জন্য ওই দিন রাতের নৈশ কার্ফু ২ ঘণ্টার জন্য শিথিল করা হচ্ছে। ওইদিন রাতে ১১ টা থেকে ১টা পর্যন্ত নৈশ কার্ফু বলবৎ থাকবে না। আবার রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চালু হবে নৈশ কার্ফু। তবে এই নিয়ম কার্যকরী হবে শুধু মাত্র খেলোয়াড়, এবং সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য। সমর্থকদের খেলা দেখে বাড়ি ফেরার জন্য ওই সময় যান চলাচলের ক্ষেত্রেও থাকবে বিশেষ সুবিধা। ইডেনে ম্যাচ দেখতে আসা মানুষদের সুবিধার কথা চিন্তা করে আগেই মেট্রো এবং রেল পরিষেবা বাড়িয়ে ছিল রাজ্য সরকার।