শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সংকটজনক কিংবদন্তি নারায়ণ দেবনাথ! রয়েছন ভেন্টিলেশনে

১০:০৩ পিএম, জানুয়ারি ১৬, ২০২২

সংকটজনক কিংবদন্তি নারায়ণ দেবনাথ! রয়েছন ভেন্টিলেশনে

যত দিন যাচ্ছে অবস্থার অবনতি হচ্ছে কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ন দেবনাথের। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত সঙ্কটজনক অবস্থা বর্ষিয়ান শিল্পীর। শনিবার রাত থেকেই তিনি রয়েছেন ভেন্টিলেশনে। এর আগে বাইপ্যাপ সাপোর্টে ছিলেন প্রখ্যাত কার্টুনিস্ট। কিন্তু তাতেও শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমছিল।

বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ন দেবনাথ।গত ২৪ ডিসেম্বর থেকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছেন নারায়ণ দেবনাথ। ব্লাড স্টুলের সমস্যা নিয়ে ভর্তি হন তিনি।এছাড়াও নারায়ণবাবুর শরীরে সোডিয়াম ও পটাসিয়ামের ভারসাম্যের অভাব দেখা দিয়েছে। ফলে তাঁকে রক্ত দিতে হচ্ছে।

প্রসঙ্গত, তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল চিকিৎসকের এক বিশেষ দল। সেই দলটিই শিল্পীর চিকিৎসা করছে।চিকিৎসক জানিয়েছেন, ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে নারায়ণ দেবনাথের। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। শ্বাস নিতেও সমস্যা হচ্ছে শিল্পীর। রাখা হয়েছে বাইপ্যাপে। চিকিৎসকরা বেশ উৎকণ্ঠ হয়ে পড়েছেন নারায়ণবাবুর স্বাস্থ্য নিয়ে।রাজ্য সরকারের তরফে তাঁর চিকিৎসার সমস্ত খরচ বহন করা হবে বলে জানানো হয়েছে।