বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

'লাশের রাজনীতি দিদির পুরনো অভ্যেস', শীতলকুচিকাণ্ডে মমতার প্রকাশিত অডিও ক্লিপ প্রসঙ্গে আক্রমণ মোদীর

০৫:০০ পিএম, এপ্রিল ১৭, ২০২১

'লাশের রাজনীতি দিদির পুরনো অভ্যেস', শীতলকুচিকাণ্ডে মমতার প্রকাশিত অডিও ক্লিপ প্রসঙ্গে আক্রমণ মোদীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ রাজ্যের ৬ জেলায় মোট ৪৫ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে বাংলায় ভোটের আবহে একের পর এক শাসকদলকে কাঠগড়ায় তুলে অডিও প্রকাশ করছে বিজেপি।

একইভাবে গতকাল একটি অডিও ক্লিপ প্রকাশ করেন বিজেপির আইটি সেলের প্রধান তথা বিজেপি নেতা অমিত মালব্য। এই অডিও ক্লিপ প্রকাশ করে তিনি দাবি করেন যে, 'শীতলকুচিতে গুলিতে ৪ জনের মৃত্যুর পর তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়কে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।' ওই অডিও ক্লিপে মমতার কণ্ঠস্বরের মহিলাকে বলতে শোনা গিয়েছে, ডেড বডি পরিবারকে দেওয়া হবে না। সেগুলি নিয়ে মিছিল হবে। আর এই অডিও ক্লিপ প্রকাশিত হওয়ার পর থেকেই তা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। বিজেপি নেতাদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় 'লাশের রাজনীতি' করেন। আর এটা কোনও নতুন ঘটনা নয়। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বংনিউজ২৪x৭।

এদিকে আজ ভোট পঞ্চমীর আবহে, আসানসোলের নির্বাচনী সভায় এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আসানসোলের সভায় তিনি বলেন, 'লাশের রাজনীতি দিদির পুরনো অভ্যেস।' এদিকে গলসির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জানিয়ে দিয়েছেন, কে ফোনে আড়ি পেতেছে, তা জানতে সিআইডি তদন্তের নির্দেশ দেবেন।

গতকালই এই অডিও ক্লিপ প্রকাশ করেন অমিত মালব্য। এদিন মোদীর আসানসোলের সভায় নির্বাচনী ভাষণে এই অডিওর প্রসঙ্গ উঠে আসে। তিনি তৃণমূল নেত্রীকে আক্রমণ করে বলেন যে, 'দিদির নির্মমতা ও অসংবেদনশীলতা আরও একবার দেখলাম। কোচবিহারে যা হয়েছে, সে নিয়ে কাল একটা অডিও আপনারা শুনেছেন। ৫ জনের মৃত্যুর ঘটনায় রাজনীতি করছেন দিদি। ওই অডিওতে কোচবিহারের তৃণমূল নেতাকে বলা হচ্ছে, নিহতদের মৃতদেহ নিয়ে মিছিল করো। দিদি ভোটব্যাঙ্কের জন্য আর কতদূর যাবেন! কোচবিহারে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন দিদি। লাশ নিয়ে রাজনীতি দিদির পুরনো অভ্যেস।'

https://www.facebook.com/narendramodi/videos/524835745213122

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন যে,'শুধু কেন্দ্রীয় বাহিনীকেই নয়, সেনাকেও অপমান করেন দিদি। রাজনৈতিক কারণে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। দেশের সংবিধানের থেকেও বড় ভাবেন নিজেকে! বিরোধ ও গতিরোধে আর সীমাবদ্ধ নেই দিদি। প্রতিশোধের বিপজ্জনক সীমাও পেরিয়ে গিয়েছেন।'

প্রধানমন্ত্রী যখন মমতার বিরুদ্ধে একের পর আক্রমণ করে যাচ্ছেন, তখন পাল্টা আক্রমণ হিসেবে তৃণমূল নেত্রী এদিন গলসির নির্বাচনী সভায় বলেন, 'কে আমার ফোনে আড়ি পাতছে, তা আমি জানতে চাই। উন্নয়নের কথা বলতে পারছে না। আমার ফোনে আড়ি পাতছে। এটা একটা বিরাট স্ক্যাম। সিআইডি তদন্তের নির্দেশ দেব।'