শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মোদী-মমতার আজকের হাইভোল্টেজ বৈঠকে কী কী দাবি তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী?

০৬:৪২ পিএম, জুলাই ২৭, ২০২১

মোদী-মমতার আজকের হাইভোল্টেজ বৈঠকে কী কী দাবি তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনী ‘মহারণ’-এর পর, আজ ফের একবার দিল্লিতে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রধানমন্ত্রী বাসভবনে আধঘণ্টারও বেশি সময় ধরে কথা হল এই দু’জনের। তাঁদের আলোচনায় উঠে এল একাধিক বিষয়। সাম্প্রতিকের পেগাসাস থেকে শুরু করে বাংলার জন্য করোনার টিকা চাওয়া, বাংলার নাম পরিবর্তনের মতো বিষয় নিয়ে দীর্ঘক্ষণ এই দুজনের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে তেমনটাই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নানা জল্পনা এবং রাজনৈতিক সম্ভবনার আবহেই প্রায় দেড় বছর পর, মুখোমুখি বৈঠকে বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই সকাল থেকে এই হাইভোল্টেজ বৈঠকের দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। বিকেল ৪টেয় প্রধানমন্ত্রীর বাসভবনে যান মুখ্যমন্ত্রী। প্রায় ৪৫ মিনিট ধরে চলে দু'জনের মধ্যে বৈঠক।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃতীয়বার ক্ষমতায় আমাদের সরকার আসার পর, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। নির্বাচনের পর দেখা করাটা সাংবিধানিক বাধ্যকতা। প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম। বাংলার ভোটে জনতার আশীর্বাদ পেয়েছি। তারপর থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় পাইনি। আর কলাইকুণ্ডায় একান্ত বৈঠকের সুযোগ ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।’

https://twitter.com/ANI/status/1419981562947399688

বৈঠকে আলোচনার বিষয়বস্তু কী ছিল? শুরু থেকেই রাজ্যে টিকা কম পাঠানো হচ্ছে বলে অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও প্রধানমন্ত্রীর কাছে সেই দাবিই তুলে ধরেছেন মমতা। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি কোভিড নিয়ে আলোচনা করেছি। যা ভ্যাকসিন পাওয়া গিয়েছে, তার থেকে আমাদের চাহিদা আরও একটু বেশি। প্রত্যেক রাজ্যই পাক, তাতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু আমাদের রাজ্যের জনসংখ্যার অনুপাতে কম ভ্যাকসিন এসেছে।’

এই দাবির পাশাপাশি তিনি বাংলার নাম পরিবর্তনের বিষয়টি যে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, এ বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রের সম্মতি না মেলায় সেই বদল আটকে রয়েছে। তাঁর কথায়, ‘অনেকদিন হয়েছে, দয়া করে এবার আপনি আমাদের রাজ্যের নামটা বদলের ব্যবস্থা করুন।’

পাশাপাশি পেগাসাস ইস্যুতেও সর্বদলীয় বৈঠক ডাকারও আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, ‘পেগাসাস ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকা উচিৎ প্রধানমন্ত্রীর। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করা হোক।’

আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি সম্পর্কে প্রধানমন্ত্রী কী জানিয়েছেন? এই প্রশ্নের উত্তরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন যে, ‘ওঁর কথা আমার মুখ দিয়ে বলা ঠিক নয়। তবে উনি বলেছেন, নিশ্চই দেখবেন গোটা বিষয়টা।’