শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফের নির্বাচনী প্রচারে বাংলায় মোদী! চলতি সপ্তাহে মুকুল রায়ের হয়ে করবেন কৃষ্ণনগরে সভা

০৮:৫০ পিএম, এপ্রিল ৫, ২০২১

ফের নির্বাচনী প্রচারে বাংলায় মোদী! চলতি সপ্তাহে মুকুল রায়ের হয়ে করবেন কৃষ্ণনগরে সভা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আগামীকাল তৃতীয় দফার ভোট। এদিকে বাংলার ভোটের মরশুমে চলতি সপ্তাহেই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ এপ্রিল কৃষ্ণনগরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়ের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি ওই দিন শিলিগুড়িতেও নির্বাচনী সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

একুশের নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলার সিংহাসন দখল করা। বাংলার ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপির শীর্ষ স্থানীয় কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বাংলায় আসছেন নির্বাচনী প্রচারে। বিগত তিনমাসে বঙ্গ সফরে এসেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে তাঁরা ছুটে চলেছেন। সভা, সমিতি, রোড শো করেছেন তাঁরা।

উল্লেখ্য, আজ বাংলায় নির্বাচনী প্রচারে এসেছিলেন জেপি নাড্ডা। টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে রোড-শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথম ও দ্বিতীয় দফার ভোটের আগেও বেশ কয়েকবার বাংলায় নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় নেতৃত্বের এই ঘনঘন বঙ্গ সফরকে ঘিরে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছিলেন। তবে, সেসবকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

সূত্রের খবর, এবারের বঙ্গ সফরে মুকুল রায়ের সমর্থনে প্রচারের পাশাপাশি কোচবিহার এবং শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে তাঁর। বিজেপি সূত্রে খবর, ১০ তারিখ অর্থাৎ শনিবার প্রথমে কৃষ্ণনগর যাবেন তিনি। কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়ের সমর্থনে সভা করবেন। এরপর যাবেন শিলিগুড়িতে। এরপর ১৭ এপ্রিল গঙ্গারামপুর এবং ২০ এপ্রিল মুর্শিদাবাদে সভা করার কথা প্রধানমন্ত্রীর। ২২ এপ্রিল আসানসোল এবং মালদায় সভা করার কথা রয়েছে।

একুশের বাংলার বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখলের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং তাঁর ভাবমূর্তিকে সামনে রেখেই এগিয়ে চলেছে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনেও মোদী ম্যাজিক ব্যাপক প্রভাব ফেলেছিল ভোটবাক্সে। বাংলার নির্বাচনেও সেই ম্যাজিক ঘটাতে চাইছে পদ্মশিবির। যদিও সেই 'মোদী ম্যাজিক' আদৌ কাজে লাগল কিনা তা বোঝা যাবে ২ মে। তাই ২ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।