বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পৃথিবীর গা ঘেঁসে যেতে চলেছে ফুটবল মাঠের আকারের এক গ্রহাণু! জানুন বিস্তারিত...

০৭:৫৩ পিএম, এপ্রিল ১০, ২০২১

পৃথিবীর গা ঘেঁসে যেতে চলেছে ফুটবল মাঠের আকারের এক গ্রহাণু! জানুন বিস্তারিত...

সৌরজগত নিয়ে আমাদের মনে কৌতুহলের কমতি নেই। বিপুলা এ পৃথিবীর পাশাপাশিই মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে আরও গ্রহ, উপগ্রহ, গ্রহাণু। তাদের অধিকাংশই আবার পৃথিবীর চেয়ে আয়তনে বিশাল। এদিক ওদিক ভেসে বেড়ানোর সময় প্রায়ই পৃথিবীর ধারে কাছে চলে আসছে কিছু কিছু গ্রহাণু। ফলে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ লাগাও বিচিত্র নয়। এ নিয়ে বিজ্ঞানীদের মনে উদ্বেগেরও শেষ নেই।

আন্তর্জাতিক মহাশূন্য গবেষণা কেন্দ্র নাসা (NASA) যদিও প্রতিনিয়ত নজর রাখছে গ্রহাণুদের গতিবিধির ওপর। এ নিয়ে নিরন্তর গবেষণাও চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এর মধ্যেই সম্প্রতি নাসা জানিয়েছে খুব শীঘ্রই পৃথিবীর কক্ষপথের দিকে ধেয়ে আসতে চলেছে একটি গ্রহাণু। যেটির পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ার সম্ভাবনা ৪মে তারিখ নাগাদ।। জানা গিয়েছে, গ্রহাণুটির নাম, AF8। আয়তন প্রায় একটা ফুটবল মাঠের সমান।

আরও জানা গিয়েছে, গ্রহাণুটি প্রতি সেকেন্ডে ৯ কিলোমিটার বেগে মহাশূন্যে ছুটে বেড়াচ্ছে। পৃথিবীর কক্ষপথের ৩.৪ মিলিয়ন কিলোমিটার ঘেঁষে এটির ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবী থেকে যার দূরত্ব চাঁদের চেয়েও কম। গ্রহাণুটি লম্বায় প্রায় ১৯ মিটার। ব্যাস ২৬০ থেকে ৫৮০ মিটারের মতো। ফলে এর থেকে বিপদের আশঙ্কা থাকতেই পারে!

প্রসঙ্গত, গ্রহাণুটি সম্পর্কে প্রথম জানা গিয়েছিল গত বছর, ২০২০ সালে। তার পর থেকেই একে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে পৃথিবীর কক্ষপথে একবার ঢুকে পড়ার পর কি ঘটবে, সে নিয়ে বিজ্ঞানীরা কিছুই নিশ্চিত করতে পারেননি। যদিও পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষ লাগার উপায় খুব একটা নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।