শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ATM থেকে টাকা তোলার সময় এই ভুল করলে টাকা কাটবে SBI! টাকা তোলার আগে জেনে নিন এই নিয়মগুলি

০৮:৫২ পিএম, ফেব্রুয়ারি ৬, ২০২১

ATM থেকে টাকা তোলার সময় এই ভুল করলে টাকা কাটবে SBI! টাকা তোলার আগে জেনে নিন এই নিয়মগুলি
SBI (State Bank Of India)-এর টাকা তোলার কিছু নিয়মে বেশ কিছু বদল আসতে চলেছে। তাই এটিএম(ATM) থেকে টাকা তোলার আগে ভুলেও নিম্নলিখিত ভুলগুলি করবেন না। নাহলেই আপনার অ্যাকাউন্ট থেকে কিছু পরিমাণ টাকা কেটে নেবে SBI। টাকার তোলার আগে এবার বিশদে জেনে নিন নিয়মগুলি। এই নিম্নলিখিত ভুলগুলি করলেই আপনার অ্যাকাউন্ট থেকে ২০ টাকার উপর চার্জ কেটে নেওয়া হবে বলে জানিয়েছে SBI। ১. যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে এবং সেই অবস্থায় যদি আপনি এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেন, তা হলে এই অতিরিক্ত চার্য কেটে নেওয়া হবে। ২. SBI-এর তরফে জানানো হয়েছে, অপর্যাপ্ত টাকা থাকা অবস্থায় প্রতিবার টাকা তোলার বিফল চেষ্টার জন্য অতিরিক্ত ২০ টাকা এবং জিএসটি ধরে টাকা কাটা হবে। ৩. আর্থিক লেনদেন ছাড়াও অন্য ক্ষেত্রেও গ্রাহকদের লেভি নেওয়ার কথা জানিয়েছে SBI। লিমিট ছাড়া ট্রানজাকসন করলেই প্রতিবার ১০ টাকা থেকে ২০ টাকা করে কাটা হবে। ৪. প্রতি গ্রাহকের এটিএম থেকে ৮টি লেনদেন বিনামূল্যে ধার্য করা থাকে। এরমধ্যে ৫টি এসবিআই-এর নিজস্ব এটিএম থেকে এবং ৩টি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে করা যায়। এর বেশি হলেই অতিরিক্ত টাকা কেটে নেবে SBI।