শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ভিনরাজ্যে গাড়ি নিয়ে যাতায়াত এখন আরও সহজ! কেন্দ্রের তরফে এল নয়া রেজিস্ট্রেশন সিরিজ

০২:২১ পিএম, আগস্ট ৩০, ২০২১

ভিনরাজ্যে গাড়ি নিয়ে যাতায়াত এখন আরও সহজ! কেন্দ্রের তরফে এল নয়া রেজিস্ট্রেশন সিরিজ

বংনিউজ২৪x৭ ডেস্কঃ গাড়ি কমবেশি সকলেরই বিশেষ ভাবে পছন্দ। কিন্তু কাজের সূত্রে বা অন্য কোনও কাজে ভিন রাজ্যে যেতে হলে সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। গাড়ির আইন অনুযায়ী এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে যেতে হলে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হয়। আবার সেই রেজিস্ট্রেশনের সময় সীমা থাকে মাত্র ১ বছর।

আর সেই ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হল সুখবর। ভিন রাজ্যে গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আনা হল সুবিধা। এবার থেকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে গাড়ি নিয়ে যাওয়া আরও সুবিধা। তবে এই সুবিধা সকলের জন্য নয়। এই সুবিধা পাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা যাদের ৪ বা ততোধিক রাজ্যে শাখা রয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মী, প্রতিরক্ষা কর্মী, তারাই।

গত শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন আইন আনা হয়েছে। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ভারত শৃঙ্খল। এই আইনের আওতায় ভিন রাজ্যে গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে থাকবে সুবিধা। রেজিস্ট্রেশনের ঝামেলা থাকছেনা এই নয়া নিয়মে।