শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

নয়া নিয়ম ভারতীয় রেলের! এবার থেকে নিজের বুকিং করা টিকিট দেওয়া যাবে অন্যকে

০৬:০০ পিএম, সেপ্টেম্বর ১, ২০২১

নয়া নিয়ম ভারতীয় রেলের! এবার থেকে নিজের বুকিং করা টিকিট দেওয়া যাবে অন্যকে

ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়তই আনা হচ্ছে একাধিক পরিবর্তন। করোনা আবহের পর থেকে একাধিক পরিবর্তন আনা হয়েছে ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে। দামের ক্ষেত্রে। এবার একজনের টিকিটে অন্য জন যেতে পারবে কিনা সেই বিষয়ে তথ্য জানান হল ভারতীয় রেলের পক্ষ থেকে।

রেলের নতুন নিয়ম অনুযায়ী কোনও ব্যাক্তি নিজের নামে বুক করা কনফার্ম টিকিট এবার ইচ্ছে করলেই অন্য ব্যাক্তিকে দিতে পারবে। তবে সেক্ষেত্রে থাকবে একাধিক নিয়ম। এই নিয়ম গুলি মেনে চললেই নিজের টিকিট অন্য ব্যাক্তিকে দিতে পারবেন। এতদিন নিয়ম ছিল নিজের টিকিট অন্য কাওকে দেওয়া যাবে না। টিকিট কনফার্ম হওয়ার পরে সেই টিকিটে অন্য ব্যাক্তি সফর করলে সেই টিকিট বাতিল করে দেওয়া হত। আবার নতুন করে টিকিট বুক করতে হত। সেক্ষেত্রে অনেক সময় টিকিট পাওয়া যেত না।

তবে নতুন নিয়ম অনুযায়ী নিজের টিকিট অন্য কাওকে দিতে গেলে স্টেশন ম্যানেজারের কাছে আবেদন করতে হবে প্রথমে। পাশাপাশি ওই ব্যাক্তি সেই টিকিট শুধুমাত্র মা বাবা, ভাই বোন, স্বামী-স্ত্রী, ছেলে বা মেয়েকে ট্রান্সফার করতে পারবেন। বন্ধু বা অন্য কাওকে এই টিকিট ট্রান্সফার করা যাবে না।