শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ফের গভীর নিম্নচাপ-বৃষ্টির ভ্রুকুটি! ধীরে ধীরে কমছে বাংলার তাপমাত্রা

১১:২৯ এএম, নভেম্বর ২৭, ২০২১

ফের গভীর নিম্নচাপ-বৃষ্টির ভ্রুকুটি! ধীরে ধীরে কমছে বাংলার তাপমাত্রা

ধীরে ধীরে রাজ্যে বাড়ছে শীতের আমেজ। গত কয়েকদিনে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কমছে। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক। আকাশ থাকবে ঝকঝকে ফলে তাপমাত্রার পারদ আরও নামার সম্ভাবনা। সকালে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় কুয়াশা ও উত্তুরে হাওয়ার দাপট বাড়তে পারে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গোটা রাজ্য জুড়েই তাপমাত্রার পারদ নামবে। উত্তরবঙ্গে ভারী কুয়াশার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা তেও মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকলে রবিবার রাতের তাপমাত্রা আরও নেমে যেতে পারে। ফলে সপ্তাহান্তে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন শীতবিলাসী রাজ্যবাসী।

এদিকে নভেম্বরের শেষ উইকএন্ডে স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কমেছে তাপমাত্রা৷ প্রায় ২০ ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা৷ এই মরশুমে আপাতত এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা যাচ্ছে। রবিবার কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রির নীচে পৌঁছতে পারে। জেলায় তাপমাত্রাও ১৫° ডিগ্রির নীচে নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। রাজ্যে আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়া আর শুষ্ক আবহাওয়া থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৪৭ শতাংশ৷

পাশাপাশি রয়েছে নিম্নচাপের ভ্রুকুটিও। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে সেই নিম্নচাপ বঙ্গোপসাগরে ঢুকবে। আপাতত অভিমুখ অন্ধ ও উড়িষ্যা উপকূল হলেও গতিপথ পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে রাজ্যের ওপর দিয়ে বাংলাদেশে যেতে পারে নিম্নচাপ। যার প্রভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষে এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। তবে গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে কোনও বৃষ্টি হয়নি।