শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বীরভূমে ভোটের মুখে অনুব্রত মন্ডলকে নোটিশ আয়কর দফতরের

০৩:০২ পিএম, এপ্রিল ২৩, ২০২১

বীরভূমে ভোটের মুখে অনুব্রত মন্ডলকে নোটিশ আয়কর দফতরের

বংনিউজ২৪x৭ ডেস্কঃ রাজ্যে শুরু হয়ে গেছে ভোট যুদ্ধ। সম্পন্ন হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দফার ভোট। রাজ্যের শাসক দলে কে আধিপত্ত বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক দলগুলি তাঁদের অবস্থান পাকাপক্ত করতে বহু আগে থেকেই আসরে নেমে পড়েছে। নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজ্য। আর এরই মাঝে আয়কর দপ্তর নোটিশ পাঠাল অনুব্রত মন্ডলকে।

প্রসঙ্গত জানা গেছে, আয়-ব্যয়, সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সংক্রান্ত নথি সম্পর্কে জানতে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর। সুত্রের খবর, বেনামে প্রচুর সম্পত্তির মালিক রয়েছেন অনুব্রত মন্ডল। সেরকমই অভিযোগ জমা পরেছে আয়কর দপ্তরে। অভিযোগ অনুযায়ী আয়কর দপ্তরের দাবি তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের বেশ কয়েকটি জেলায় হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে। আর ৩০ এপ্রিলের মধ্যে সেই সংক্রান্ত জবাব জানতে চেয়ে অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর।

উল্লেখ্য আগামী ২৯ এপ্রিল বীরভূমে নির্বাচন হতে চলেছে। আর বীরভূমে নির্বাচনের আগে সেখানকার তৃণমূলের দাপুটে তৃণমূল নেতাকে আয়কর দপ্তরের নোটিশ রাজনৈতিক কোন কৌশল বলেই মনে করছে তৃণমূল শিবির। শেষ মুহূর্তের প্রচারের আগে অনুব্রত মন্ডলকে দমিয়ে রাখার চেষ্টা বলেই মনে করছেন তারা। এছাড়া পঞ্চম দফার ভোটের আগেও অনুব্রত মন্ডলকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। তবে এবার আয়কর দপ্তর শুধু অনুব্রত মন্ডলকেই নোটিশ পাঠায়নি, তারসাথে তাঁর দুই ভাই এবং এক পরিচিতকেও নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর।