বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

করোনায় কমছে মৃতের সংখ্যা! গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত মাত্র ২ জন, কলকাতায় ০

০৩:৪১ পিএম, ফেব্রুয়ারি ৭, ২০২১

করোনায় কমছে মৃতের সংখ্যা! গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত মাত্র ২ জন, কলকাতায় ০
মহামারী করোনার প্রকোপ থেকে এখনও মুক্তি পায়নি দেশ তথা রাজ্য। তবু এর মধ্যেই এল সুখবর। বর্তমানে রাজ্যের আক্রান্তের হার এবং মৃত্যের সংখ্যা জানান দিচ্ছে কমছে করোনার ক্ষমতা। গত একদিনে করোনার প্রকোপে সারা রাজ্যে মৃতের সংখ্যা মাত্র দুই। আর কলকাতায় তা শূন্য! স্বভাবতই আশার আলো দেখাচ্ছে তা। আপাতত রাজ্যে মোট করোনা আক্রান্ত রয়েছেন ৫,৭০,৯৮১ জন। তার মধ্যে সক্রিয় অবস্থায় ৪,৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১০৫। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯৭ জন মানুষ। করোনা আক্রান্তের সংখ্যায় রাজ্যের থেকে এগিয়ে মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিল নাড়ু, দিল্লি ও উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় দেশে মোট মৃতের সংখ্যা ৯৬ জন। তবে এর মধ্যেই এসে গিয়েছে করোনার টিকা বা ভ্যাকসিন। ১৬ জানুয়ারি শুরু হয়েছে টিকাকরণ। যারা ইতিমধ্যেই প্রথম দিনের ভ্যাকসিন পেয়েছিলেন, তারা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাবেন ১৩ ফেব্রুয়ারী। আগামী অগাস্টের মধ্যেই ৩০ কোটি ভারতবাসীকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। https://www.facebook.com/wbdhfw/posts/270693294573466