বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

জাতীয় চিকিৎসক দিবসে এই ভিডিওগুলি আপনার হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য! দেখুন ভাইরাল ভিডিওগুলি

০৩:৩১ পিএম, জুলাই ১, ২০২১

জাতীয় চিকিৎসক দিবসে এই ভিডিওগুলি আপনার হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য! দেখুন ভাইরাল ভিডিওগুলি

২০২০ থেকে বর্তমানে ২০২১-এর মাঝামাঝি, করোনার দাপটে বিধস্ত গোটা দেশ। গত বছর থেকেই বেড়ে চলেছিল সংক্রমণের হার। বর্তমানে ভাইরাসের প্রকোপ তুলনামূলক কম হলেও, এখনও দেশ ছেড়ে বিদায় নেয়নি করোনা। শোনা যাচ্ছে, শীঘ্রই আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউও। আর দেশের এই কঠিন পরিস্থিতিতে কিন্তু একদিনও নিজেদের কাজ বন্ধ রাখেননি কোভিড-যোদ্ধারা। বরং তা নিষ্ঠা ভরে সামলে যাচ্ছেন তাঁরা। দেশের শত শত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী, তাঁদের যেন এখনও বিন্দুমাত্র সময় নেই অন্য কোনও দিকে তাকাবার। নিজেদের প্রতি খেয়াল রাখার সময়টুকুও পাচ্ছেন না তাঁরা। না দিতে পারছেন নিজের পরিবারকে একটু সময়। শত আঘাতেও আবেগে না ভেসে ঠান্ডা মাথায় নিজেদের দায়িত্ব পালন করে যেতে হচ্ছে তাঁদের। নিজেদের শত অসুবিধাকে তুচ্ছ করেই মানুষের সেবায় প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁরা। চালিয়ে যাচ্ছেন লড়াই।

তবে শুধু চিকিৎসাই নয়, তার পাশাপাশি অসুস্থ মানুষগুলির মনোরঞ্জন করতেও হাতে হাত মিলিয়েছিলেন দেশের বিভিন্ন চিকিৎসকেরা। চিকিৎসার সঙ্গেই নাচ, গান ইত্যাদির মাধ্যমে কোভিড আক্রান্তদের মনে ভরসা যোগাচ্ছিলেন তাঁরা। আজ, জাতীয় চিকিৎসক দিবসে আমরা তুলে ধরলাম সেরকমই ৮টি ভাইরাল ভিডিও, যা আপনার মুখে হাসি ফোটাতে বাধ্য! একঝলকে দেখে নেওয়া যাক সেগুলি...

১. গুজরাটের ভদোদরায় 'সোচনা কেয়্যা যো ভি হোগা দেখা জায়েগা' গানে স্বাস্থ্যকর্মীদের নাচ। ভদোদরার 'পারুল সেবাশ্রম হসপিটাল'-এর স্বাস্থ্যকর্মীরা কোভিড আক্রান্তদের মনের জোর বাড়াতে এবং তাঁদের ভরসা যোগাতে জনপ্রিয় ওই গানটির সঙ্গে তুমুল নাচ করেন। দেখুন ভিডিওটি-

https://www.instagram.com/p/CNt8zHan52o/?utm_medium=copy_link

২. নবীন কে যাদব ও জানকী ওমকুমার নামক কেরালার থ্রিসার মেডিক্যাল কলেজের দুই পড়ুয়ার ১৯৭৮-এর জনপ্রিয় গান 'রাসপুতিন'-এর সঙ্গে নাচ-

https://www.instagram.com/reel/CMxAI3Ogbd5/?utm_medium=copy_link

৩. সলমন খান ও দিশা পাটানি অভিনীত 'রাধে' ছবির 'সিটি মার' গানের ম্যান্ডোলিন কভারের সঙ্গে নাচ মেডিক্যাল পড়ুয়াদের-

https://www.instagram.com/tv/CO25282g13V/?utm_medium=copy_link

৪. সুরাটে 'তুম জিও হাজারো সাল' গান গেয়ে কোভিড আক্রান্ত রোগীর জন্মদিন পালন করেছেন স্বাস্থ্যকর্মীরা-

https://www.instagram.com/p/CN9SgHDjY1o/?utm_medium=copy_link

৫. আজ, জাতীয় চিকিৎসক দিবসের দিন অরিজিৎ সিংয়ের গাওয়া 'জানে বাচায়েঙ্গে' গানের সঙ্গে একদল চিকিৎসকদের নাচ-

https://twitter.com/drmonika_langeh/status/1410455407286317059?s=20

৬. কোভিড আক্রান্তদের মুখে হাসি ফোটাতে জনপ্রিয় পাঞ্জাবী গানের সঙ্গে চিকিৎসকদের নাচ-

https://twitter.com/connectgurmeet/status/1387427418160328705?s=20