শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে শান্তিপূর্ন ভবানীপুরের উপনির্বাচন! জানালো কমিশন

১০:১৯ পিএম, সেপ্টেম্বর ৩০, ২০২১

বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে শান্তিপূর্ন ভবানীপুরের উপনির্বাচন! জানালো কমিশন

বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে মোটের ওপর শান্তিপূর্ন ভবানীপুরের উপনির্বাচন। ভোট শেষে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এদিন সকাল থেকেই কড়া নজরদারিতে শুরু হয় ভোট দান প্রক্রিয়া। প্রথম দিকে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। যদিও পরে সেই অভিযোগ খারিজ করে দেয় কমিশন।

কমিশন সূত্রে খবর, এদিন বিকেল পাঁচটা পর্যন্ত সামশের গঞ্জে ভোট পড়েছে ৭৮.৬০ শতাংশ, জঙ্গিপুরে ভোট পড়েছে ৭৬.১২শতাংশ, ভবানীপুরে ভোট পড়েছে ৫৩.৩২ শতাংশ। তবে ভবানীপুরের ভোটের হার অত্যধিক কম। যদিও কমিশন জানাচ্ছে, উপ নির্বাচনে এমনিতেই ভোট কম পরে কিন্তু ভবানীপুরে যে হারে ভোট পড়েছে তা কার্যত নজিরবিহীন।

ভবানীপুরে গুরদ্বারের সামনেও এদিন উত্তেজনা ছড়ায়। ১৪৪ ধারা লঙ্ঘন হচ্ছে বলে দাবি করে পুলিশকে ধমকানোর অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে। এদিকে মদন মিত্রের পাড়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেন।

৭০, ৮৪, ১০২, ১৫৯নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। বিজেপি অভিযোগ করে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। এরপরই নড়েচড়ে বসে কমিশন। প্রিসাইডিং অফিসারকে গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় কমিশন। যদিও কমিশন পরে জানায়, ১৫১,১৬০,১৬২,১৭২ নম্বর বুথে কোনও রকম রিগিং হয়নি।