শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দেশে টিকাকরণের গতি কমতেই, কেন্দ্র সরকারকে কটাক্ষ চিদাম্বরমের! কী বললেন, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?

০১:০৬ পিএম, জুন ২৩, ২০২১

দেশে টিকাকরণের গতি কমতেই, কেন্দ্র সরকারকে কটাক্ষ চিদাম্বরমের! কী বললেন, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ টিকাকরণে সোমবারই নয়া রেকর্ড সৃষ্টি হয়েছিল। সেদিন দেশে ৮৬ লক্ষের বেশি টিকাকরণ হয়েছিল। কিন্তু তারপর একদিন যেতে না যেতেই, সেই গতি শ্লথ হয়ে পড়ল অনেকটাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, একদিন পরেই তা কমে দাঁড়াল ৫৪.২২ লক্ষ। টিকাকরণের গতি গত ২৪ ঘণ্টায় এভাবে কমে যাওয়ায়, ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ২৯ কোটি ৪৬ লক্ষেরও বেশি মানুষ।

একদিনের মধ্যে এভাবে টিকাকরণের গতি কমে যাওয়ায় কেন্দ্র সরকারের সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম। টুইটে তিনি মোদী সরকারকে কটাক্ষ করে বললেন, ‘বিশ্বরেকর্ডের রহস্য’ কী, তা তিনি বুঝতে পেরেছেন।

টুইটারে কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘রবিবারে জমা কর, সোমবারে টিকা দাও। এরপর মঙ্গলবারে আবারও হোঁচট শুরু করো। এটাই একদিনে টিকাকরণের বিশ্বরেকর্ডের গোপন রহস্য। আমি নিশ্চিত এটা গিনিস বুক অফ রেকর্ডে জায়গা করে নেবে।’

https://twitter.com/PChidambaram_IN/status/1407351822130483202

এরপর আবার এও একটি পোস্ট করেন তিনি। সেই অপর পোস্টে তিনি প্রত্যক্ষভাবে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি লিখেছেন, “কে জানে, মেডিসিনের জন্য মোদী সরকার নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারেন। আগে ছিল ‘মোদী হ্যায়, মুমকিন হ্যায়’। আর এখন ‘মোদী হ্যায়, মিরাক্যাল হ্যায়’ হয়ে গিয়েছে।’’

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের এই টুইট মোটেও ভালোভাবে নেয়নি কেন্দ্রের বিজেপিশাসিত সরকার। তাই প্রতিক্রিয়া জানাতেও দেরি করেনি গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য  পি চিদাম্বরমের টুইটের পালটা জবাব দিয়ে আক্রমণ করেছেন তাঁকে। তিনি দাবি করেছেন যে, কংগ্রেস শাসিত রাজ্যগুলিতেই বরং শ্লথ টিকাকরণ প্রক্রিয়া। তিনি পি চিদাম্বরমকে পরামর্শ দিয়েছেন যে, তিনি বরং পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির টিকাকরণ নিয়ে মাথা ঘামান।

https://twitter.com/amitmalviya/status/1407517953650794497

অন্যদিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর এই মন্তব্যের পরেই, জবাব দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি অমিত মালব্যর ভুল সংশোধন করে, মনে করিয়ে দিয়েছেন যে, মধ্যপ্রদেশে গত তিনদিনে টিকাকরণ হয়েছে ২০ জুন ৬৯২, ২১ জুন ১৬.৯৩ লক্ষ ও ২২ জুন ৪ হাজার ৮৪২।  তিনি কটাক্ষ করেছেন, ‘কাকে বোকা বানাচ্ছেন আপনারা?’

https://twitter.com/Jairam_Ramesh/status/1407539432169766916