
বিরিয়ানির সঙ্গে স্ট্রবেরি সাজিয়ে পরিবেশন করলেন এক পাকিস্তানি ব্যক্তি। যা দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে উঠল হাসির রোল। সম্প্রতি ‘স্ট্রবিরিয়ানি’ নাম দিয়ে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই ব্যক্তি। তারপর নিমেষেই তা ভাইরাল হয়ে যায়। আসুন জেনে নিই বিস্তারিত…
গত ১৯ ফেব্রুয়ারী, পাকিস্তানের ইসলামবাদের বাসিন্দা সাদ, নিজের টুইটার অ্যাকাউন্টে ‘স্ট্রবিরিয়ানি’র ছবিটি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, বিশাল এক হাঁড়ি বিরিয়ানির ওপর সুন্দর করে সাজানো বেশ কিছু স্ট্রবেরি। ক্যাপশনে লেখা- “আজ বাড়িতে স্ট্রবিরিয়ানি তৈরি হল। এখন ‘দেশি’ টুইটার সেটি দেখে কি বলে তা জানার জন্য বেশ আগ্রহী আমি।” যদিও স্ট্রবেরি গুলি শুধুমাত্র সাজানোর জন্যই ব্যবহার করা হয়েছিল, নাকি পুরো বিরিয়ানিটাই স্ট্রবেরি দিয়ে বানানো হয়েছিল, তা জানার কোনও উপায় নেই।
দেখুন সেই ছবিটিঃ
We made “Strawbiryani” at home today and I am curious to know what desi Twitter has to say about it. pic.twitter.com/PCZ0Ug38gc
— Saad 🍓 (@SaadGH) February 19, 2021
ছবিটি টুইটারে পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। এরমধ্যেই ২ হাজারের বেশি লাইক পেয়েছে সেটি। পাশাপাশি একাধিক মন্তব্যে নিজেদের মতামতও জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, সাদ শুধুমাত্র সাজানোর জন্যই বিরিয়ানির ওপর স্ট্রবেরি রেখেছেন। আবার কারোর মতে, বিরিয়ানির সঙ্গে স্ট্রবেরির মেলবন্ধনটাই অপছন্দের। কেউ কেউ আবার নিজের হাসি চেপে রাখতে পারেননি৷ এই অদ্ভুত খাদ্যটিকে ‘অন্যরকম এক নেশা’র ফলাফল বলেই দাবী করেছেন তারা। আবার কিছুজন সাদকে ডাক্তারও দেখাতে বলেছেন।
দেখে নিন কিছু মন্তব্যঃ
See a Doctor please 🤭
— Noshi Gilani (@noshigilani) February 19, 2021
You didn't tho. You just placed 4 strawberries on biryani and took a pic for some twitter attention. If you had actually cooked strawbiryani those strawberries would be mush during Dum. So yeah.
— black cat 💙 (@KaliBilli) February 19, 2021
— عبداللہ (@Kuddu0) February 19, 2021