বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সাবধান! রেল সফরের সময় এই ভুল করলেই আপনার হতে পারে ২৫০০ টাকা পর্যন্ত জরিমানা

০২:৫৯ পিএম, ডিসেম্বর ৮, ২০২১

সাবধান! রেল সফরের সময় এই ভুল করলেই আপনার হতে পারে ২৫০০ টাকা পর্যন্ত জরিমানা

সাবধান! এবার থেকে বিনা টিকিটে রেল সফর নৈব নৈব চ! টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করলেই হতে পারে মোটা অঙ্কের জরিমানা। বর্তমানে বিনা টিকিটে রেল সফর করলেই ন্যূনতম এক হাজার টাকা এবং সর্বাধিক আড়াই হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷ শুধু জরিমানা দিয়ে ছাড় নাও মিলতে পারে! জরিমানার পাশাপাশি জেলও হতে পারে সংশ্লিষ্ট যাত্রীর৷

শুধু বিনা টিকিটেই নয়, টিকিট কনফার্ম না হয়ে ওয়েটিং লিস্টে নাম থাকলেও ট্রেন সফর করা যাবে না৷ করোনা আবহে সংক্রমণের ঝুঁকি যাতে না বাড়ে তাই ট্রেনে অতিরিক্ত ভিড় এড়াতেই এই নিয়ম চালু করেছে রেল। এর আগে দূরপাল্লার ট্রেনে সফর করার সময় ওয়েটিং লিস্টে নাম থাকলেই অনেকে ট্রেনে উঠে পড়তেন৷ যার ফলে কনফার্ম টিকিটে সফররত রেল যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হয়। এই সমস্যা মেটাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ৷

উল্লেখ্য, রেলের তরফে নেওয়া এই কঠোর পদক্ষেপের ফলে চলতি অর্থবর্ষে একশো কোটি টাকারও বেশি জরিমানা আদায় করেছে উত্তর রেল৷ করোনার আগের দু' বছরের তুলনায় এই পরিমাণ অনেকটাই বেশি৷ ২০১৮-১৯ অর্থবর্ষে বিনা টিকিটের যাত্রীদের থেকে ৬২.৭৭ কোটি টাকা জরিমানা আদায় করেছিল উত্তর রেল৷ ২০১৯-২০ অর্থবর্ষে তা বেড়ে হয়েছিল ৭৭ কোটি টাকার কিছু বেশি৷ ২০২০-২১ অর্থবর্ষে সেই পরিমাণ আরও বেড়ে হয়েছে একশো কোটি টাকারও বেশি৷

সর্বাধিক জরিমানা আদায় করেছে রেলের আম্বালা ডিভিশন৷ পাশাপাশি নভেম্বর মাসে দিল্লি ডিভিশনে বিনা টিকিটে যাতায়াতকারী ১.৪২ কোটি যাত্রীর থেকে আট কোটি টাকারও বেশি জরিমানা আদায় করেছে রেল। আসলে ওই মাসে দীপাবলি এবং ছট পুজোর সময় বিনা টিকিটে বহু যাত্রীই ভ্রমণ করেছিলেন। তাই তাদের থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে।