শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পেগাসাস নিয়ে আপনিও জানাতে পারেন যে কোনও তথ্য! কিভাবে জানাবেন? পথ বাতলে দিল তদন্ত কমিশন

০৩:২৫ পিএম, আগস্ট ৫, ২০২১

পেগাসাস নিয়ে আপনিও জানাতে পারেন যে কোনও তথ্য! কিভাবে জানাবেন? পথ বাতলে দিল তদন্ত কমিশন

একদিকে উত্তাল বাদল অধিবেশন, অন্যদিকে চুলচেরা বিশ্লেষণ। সব মিলিয়ে পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই পেগাসাস কাণ্ড নিয়ে তদন্ত কমিশন বসিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এমবি লকুর এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

এবার সেই তদন্তেই নয়া সংযোজন আনল কমিশন। কিছু তথ্য যদি পেগাসাস নিয়ে আপনার জানা থাকে তাহলে সেই তথ্য জমা দিতে পারবেন আপনিও। বৃহস্পতিবার বিভিন্ন সংবাদপত্রে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করল তদন্ত কমিশন।

এই নোটিসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোনও ব্যাক্তি বা সংস্থার কাছে কোনও তথ্য থাকলে বা পেগাসাস ‘হ্যাক’ নিয়ে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ তথ্য থাকলে তা জানাতে পারবেন সুপ্রিম কোর্টের বিচারপতি (অবসরপ্রাপ্ত) এমবি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) জ্যোতির্ময় ভট্টাচার্যকে। সেই নোটিশ প্রকাশের ৩০ দিনের মধ্যে সেই তথ্য জানানো যেতে পারে।

বিশেষ পরিস্থিতি ছাড়া ৩০ দিনের পর কোনও তথ্য নেওয়া হবে না এমনটাই জানা যায়। সেজন্য একটি ঠিকানাও দেওয়া হয়েছে, যার ঠিকানা, New Town Kolkata Development Authority, Major Arterial Road Kolkata – 700156। সেই সঙ্গে lokur.jbcoi@bangla.gov.in-তে ইমেল করেও তথ্য জানানো যাবে।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ, স্পাইওয়্যারের মাধ্যমে ব্যক্তিগত পরিসরে আড়ি পাতছে তাঁরা। যা দেশের নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা। শুধুমাত্র দেশের নিরাপত্তাজনিত কারণেই এই ধরনের কাজ করা যেতে পারে সরকারের তরফে। তবে পেগাসাস কাণ্ডে অভিযোগ উঠেছে, রাজনৈতিক কারণে ব্যক্তিগত পরিসরে আড়ি পাতছে কেন্দ্র।