বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৩০০ টাকা কমতে পারে LPG-র খরচ! তবে কি স্বস্তি মধ্যবিত্তদের?

০৪:২৮ পিএম, নভেম্বর ২৭, ২০২১

৩০০ টাকা কমতে পারে LPG-র খরচ! তবে কি স্বস্তি মধ্যবিত্তদের?

বংনিউজ২৪x৭ ডেস্কঃ বাড়ছে নিত্য প্রয়োজনীয় গ্যাসের দাম। আর সেই হারে বেড়ে চলেছে গ্যাসের দামও। গ্যাসের দাম বাড়তে বাড়তে বর্তমানে হয়েছে ১০০০ টাকা। কিছুমাস আগে LPG সিলিন্ডার এর দাম ছিল 600 টাকায়। সেখান থেকে হয় 834 টাকা আর বর্তমানে এর দাম প্রায় 1000 টাকা। তবে একটু স্বস্তি যে ভর্তুকি পাওয়া যায়। ভর্তুকি পেতে হলে অবশ্যই করাতে হবে আধার লিঙ্ক। তবে ভর্তুকি নিয়েও অনেক অভিযোগ থাকে গ্রাহকদের।

তবে সম্প্রতি পাওয়া গেল স্বস্তির খবর। বাড়ল ভর্তুকির পরিমান। এবার থেকে ৩০০ টাকায় পাওয়া যাবে ভর্তুকি। উজ্জ্বলা স্কিমের আওতায় যাদের LPG রয়েছে তাঁরা সবচেয়ে বেশি ভর্তুকি পাবেন। সেই পরিমাণটি হল ৩০০ টাকা। আগে পাওয়া যেত 174.86 টাকা আর বর্তমানে তাঁর দাম ৩২১.৪৮ টাকা। পাশাপাশি যারা আগে 153.86 টাকা করে ভর্তুকি পেতেন, তাঁরা এখন পাবেন 291.48 টাকা।

তবে এই ভর্তুকি পেতে গেলে অবশ্যই আধার লিঙ্ক করাতে হবে। তাছাড়াও LPG গ্রাহকেরা cx.indianoil.in. এই ওয়েব সাইটে গিয়ে বিশদে জানতে পারবেন। Bharat গ্যাস সংস্থার গ্রাহকেরা official website - ebharatgas.com এখানে তথ্য পেয়ে যাবেন।