জাহাজে জামসেদজি টাটার সহযাত্রী! টাটাকে কী পরামর্শ দিয়েছিলেন স্বামীজি?
জাপানের টোকিও সমুদ্র উপকূলের ইয়োকোহামা থেকে আমেরিকার ভ্যাঙ্কুবারের দিকে রওনা দিয়েছে যাত্রীবাহী এক জাহাজ, ‘এমপ্রেস অফ ইন্ডিয়া’। সেই জাহাজটিতে রয়েছেন মাত্র দু`জন ভারতীয় যাত্রী। একজন বাঙালি, এবং অপর জন পার্সি। বাঙালি যুবকটি চলেছেন আমেরিকার শিকাগোতে।