শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটে একহাত নিলেন পার্থ চট্টোপাধ্যায় ও সুজন চক্রবর্তী

০৯:৫২ পিএম, মার্চ ২, ২০২১

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটে একহাত নিলেন পার্থ চট্টোপাধ্যায় ও সুজন চক্রবর্তী

পার্থবাবু এদিন একটি টুইটে লেখেন, “গত ডিসেম্বর মাসের পর একনাগারে ছ‘বার গ্যাসের দাম বেড়েছে। কলকাতায় এই ঊর্দ্ধমুখী দাম ৬২০ টাকা থেকে হয়েছে ৮৪৫ টাকা। নরেন্দ্র মোদীর উচিত নিজের নামে স্টেডিয়াম করার বদলে সাধারণ মানুষের কষ্টের দিকে নজর দেওয়া।“

https://twitter.com/itspcofficial/status/1366641466227847169

আর সুজনবাবু লিখেছেন, “মহাকাশ বিজ্ঞান নিয়েও কলুষতা! উপগ্রহ মারফত মহাকাশে পাঠানো হলো মোদিজীর ছবি আর গীতা। পরাক্রমশালী প্রধানমন্ত্রীর দাপটে বিজ্ঞানের মহাকাশ যানে

অবিজ্ঞানের কলুষতা!!“

https://twitter.com/Sujan_Speak/status/1366735839665905664

উল্লেখ্য, অতি সম্প্রতি ১৯টি উপগ্রহ নিয়ে মহাকাশের পথে পাড়ি দিয়েছে ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট। ২০২১ সালে এটাই ছিল ইসরোর প্রধম মহাকাশ অভিযান। ১৯টি উপগ্রহের সঙ্গে ইসরো মহাকাশে পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও ধর্মগ্রন্থ গীতার একটি ডিজিটাল কার্ড ভার্সান।