বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

উৎসবের মরশুমেও জ্বালানীর দামে দীর্ঘশ্বাস পড়ছে আমজনতার! আরও বাড়ল পেট্রল-ডিজেলের দাম

১২:১৪ পিএম, অক্টোবর ৮, ২০২১

উৎসবের মরশুমেও জ্বালানীর দামে দীর্ঘশ্বাস পড়ছে আমজনতার! আরও বাড়ল পেট্রল-ডিজেলের দাম

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কিছুতেই যেন কমার নাম নিচ্ছে না পেট্রল-ডিজেলর দাম। প্রতিদিন একটু একটু করে বেড়েই চলেছে জ্বালানীর দাম। উৎসবের মরশুমেও জ্বালানীর দাম বাড়ায় চিন্তায় আমজনতা। এই নিয়ে পরপর চারদিন কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে বাড়ল পেট্রল-ডিজেলের দাম। বাড়তে বাড়তে সেই দাম শুক্রবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৪ টাকা পেরিয়ে গেল। কাজেই স্বভাবতই চিন্তায় রাজ্যবাসী।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ২৩ পয়সা। গতকালে তুলনায় ২৯ পয়সা বেড়েছে দাম। ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৯৫.২৩ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৩৫ পয়সা। রাজধানী দিল্লিতে শুক্রবার এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৩.৫৪। লিটার পিছু ডিজেলের দাম ৯২.১২ পয়সা।

https://twitter.com/ANI/status/1446309816817766400

অন্যদিকে, মুম্বইয়ে গতকালই পেট্রলের দাম পেরিয়েছিল ১০৯ টাকা। শুক্রবার ফের ২৯ পয়সা বেড়েছে পেট্রলের দাম। এদিন মুম্বইয়ে এক লিটার পেট্রল কিনতে খরচ করতে হচ্ছে ১০৯ টাকা ৫৪ পয়সা। শুধু পেট্রলই নয়, দাম বেড়েছে ডিজেলেরও। মুম্বইয়ে লিটার প্রতি ডিজেলের দাম ৯৯ টাকা ৯২ পয়সা। চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম ১০১ টাকা ১ পয়সা। ডিজেল বিকোচ্ছে ৯৬ টাকা প্রতি লিটারে।

এদিকে, পেট্রল-ডিজেলের দাম বাড়তে থাকায় মানুষ চিন্তায় জর্জরিত হলেও, ক্রমাগত বাড়তে থাকা পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির দায় কোনভাবেই নিতে রাজি নয় কেন্দ্রের সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এ প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, ‘পেট্রোপণ্য আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই এর দামের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না।’