শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মধ্যবিত্তের মাথায় হাত! ফের বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম সহ পেট্রোল-ডিজেলের দাম, কত বাড়ল? জেনে নিন

০৪:৪০ পিএম, ফেব্রুয়ারি ৫, ২০২১

মধ্যবিত্তের মাথায় হাত! ফের বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম সহ পেট্রোল-ডিজেলের দাম, কত বাড়ল? জেনে নিন
বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে মধ্যবিত্তের জীবন চালানো দুস্কর হয়ে উঠেছে। সবজির দাম কিছুটা কমতে স্বস্তির নিঃশ্বাস নিতেই এবার ফের মাথায় হাত! বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দামের সাথে সাথে পেট্রোল, ডিজেলের দামও। গতকাল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল ২৫ টাকা। গতবছর ডিসেম্বর মাস থেকে এবছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিন বার বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। এসপ্তাহের বুধবার কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। আর গতকাল বৃহস্পতিবার থেকে কলকাতায় রান্নার গ্যাস আরও ২৫ টাকা বৃদ্ধি পেয়ে হয় ৭৪৫ টাকা ৫০ পয়সা। আজ মালদায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৮১৬ টাকা ৫০ পয়সা। এছাড়া আজ কালিম্পং এ ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৮৭৫ টাকা। অন্যদিকে রান্নার গ্যাসের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে পেট্রোল-ডিজেলের দামও। আজ কলকাতায় পেট্রোলের দাম ৮৮.৩০ টাকা প্রতি লিটার। এবং আজ কলকাতায় ডিজেলের দাম ৮০.৭১ টাকা প্রতি লিটার।