বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

দেশের লাইফলাইন লোকাল ট্রেন! ট্রেনের দরজায় মাথা ছুঁইয়ে প্রণাম করে বুঝিয়ে দিলেন মুম্বইয়ের এক যাত্রী, ছবিতে মোহিত নেটদুনিয়া

১১:৩৮ এএম, ফেব্রুয়ারি ৫, ২০২১

দেশের লাইফলাইন লোকাল ট্রেন! ট্রেনের দরজায় মাথা ছুঁইয়ে প্রণাম করে বুঝিয়ে দিলেন মুম্বইয়ের এক যাত্রী, ছবিতে মোহিত নেটদুনিয়া
বংনিউজ২৪x৭ ডেস্কঃ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে যাত্রীর অপেক্ষায় লোকাল ট্রেন। আর তার দরজায় ওঠার আগে মাথা ছুঁইয়ে প্রমাণ করলেন মুম্বইয়ের এক যুবক। ঠিক যেভাবে আমরা দেবতার উদ্দেশ্যে মাথা ঠুকে প্রমাণ করি, সেইভাবেই। মুম্বইয়ে লোকাল ট্রেন চালু পর, এমনই এক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এই ছবি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। এই ছবি ফের একবার নতুন করে মনে করিয়ে দিয়েছে, দেশের লাইফলাইন এই ট্রেন। সাধারণ মানুষের রোজকার বেঁচে থাকা, কষ্টের হিসেব যেন ফুটে ওঠে এই ট্রেন চলার ছন্দে। বাণিজ্য নগরী মুম্বইয়ের অন্যতম লাইফলাইন এই লোকাল ট্রেন। যাতায়াতের মাধ্যম ছাড়িয়ে, লোকাল ট্রেন মুম্বইয়ের আমজনতার দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। শুধু তাই নয়, নিত্যযাত্রীদের আবেগও জড়িয়ে রয়েছে এর সঙ্গে৷ দীর্ঘ ১১ মাস এই লোকাল ট্রেন বন্ধ থাকার পর, চলতি মাসের ১ তারিখ থেকে মুম্বইয়ে চালু হয়েছে লোকাল ট্রেন। ট্রেন চলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হলেও, মুম্বইয়ে ট্রেন চলার অনুমতি ছিল না। এবার সেই অনুমতিও মিলেছে। মুম্বইবাসী ট্রেন চলার জন্য কতোটা অধীর আগ্রহে প্রতীক্ষায় ছিল, এই ছবি সেটাই স্পষ্ট করে বুঝিয়ে দিল। এই ছবিটি অনেকেই শেয়ার করেছেন। তার মধ্যে অন্যতম হলেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। তিনি এই ভাইরাল এই ছবি শেয়ার করেছেন৷ ছবিটি ট্যুইট করে মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান লিখেছেন, 'ভারতের আত্মা, প্রার্থনা করি আমরা যেন একে হারিয়ে না ফেলি।' https://twitter.com/anandmahindra/status/1356864094708633602 এদিকে বেঙ্গালুরুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অশোককুমার বর্মা জানিয়েছেন, ছবিটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে তোলা। শিব সেনার মুখপত্র ‘সামনা’র ফোটোগ্রাফার শচীন বৈদ্য ছবিটি তুলেছেন বলে জানা গিয়েছে। কয়েক মাস আগে লোকাল ট্রেন চালুর জন্য সাধারণ মানুষের মধ্যে এই আকুতি দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গেও, এবার তারই পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল মুম্বইয়ে৷ লোকাল ট্রেনের যাত্রী ওই অজ্ঞাতপরিচয় যুবক বুঝিয়ে দিলেন, লোকাল ট্রেনের বিকল্প কিছু নেই। তা সে যতই বাদুরঝোলা ভিড় হোক বা করোনার সংক্রমণের ভয়। তবে, মুম্বইয়ে ট্রেন পুরোপুরি চালু হয়ে গেলেও আপাতত তা চলাচল করছে সীমিত সময়ের জন্য। ভোর থেকে সকাল সাতটা পর্যন্ত, দুপুর বারোটা থেকে বিকেল চারটে, রাত ন’টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত লোকাল ট্রেন চলছে।