বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

‘যোগাভ্যাসে সব সমস্যার সমাধান আছে’, সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে জাতির উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী

০৯:২২ এএম, জুন ২১, ২০২১

‘যোগাভ্যাসে সব সমস্যার সমাধান আছে’, সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে জাতির উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল সাড়ে ৬ টায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হন নরেন্দ্র মোদী। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, সকলের সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী।

এদিন ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘যোগাভ্যাসে সব সমস্যার সমাধান আছে। দুঃখকে বিয়োগ করাই হল যোগ। করোনার মতো বড় সঙ্কটে যোগচর্চার উপকারিতা আরও একবার প্রমাণিত হয়েছে। করোনাকালে মানুষের মনে যোগের প্রতি উৎসাহ আরও বেড়েছে। করোনাকালে হাসপাতালে হাসপাতালে যোগাসন করিয়েও ফল মিলেছে। দুনিয়াজুড়ে গত দেড় বছরে অনেক যোগী তৈরি হয়েছেন। জীবনে সহন ও অনুশাসন আনার চেষ্টা করছেন অনেকে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘করোনা আবহে আশার আলো যোগ। প্রার্থনা করি গোটা বিশ্ব সুস্থ হোক।’ প্রধানমন্ত্রীর মতে, ‘অদৃশ্য ভাইরাস করোনা মোকাবিলায় প্রথমে কেউ প্রস্তুত ছিলেন না। এই কঠিন সময়ে যোগ আত্মবিশ্বাস বাড়িয়েছে।’ পাশাপাশি যোগ ব্যায়ামের উপকারি প্রসঙ্গে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘রোগ নিরাময়ে সহায়ক যোগ। যোগ আমাদের সংযমী হতে শিখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘সুস্বাস্থ্যই আমাদের সাফল্যের কারণ। আর যোগাভ্যাসেই মিলতে পারে সুস্থ জীবন।’

https://twitter.com/ANI/status/1406785690566680580 https://twitter.com/PMOIndia/status/1406784756348456964

এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী জানান, রাষ্ট্রপুঞ্জ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে M -YOGA অ্যাপ চালু করবে ভারত। যোগব্যায়ামে যাবতীয় নিয়মাবলী ও পরামর্শ মিলবে সেই অ্যাপে। সঙ্গে থাকবে প্রশিক্ষণের ভিডিও। প্রধানমন্ত্রীর মতে, দুনিয়াজুড়ে যোগচর্চার প্রচলন আরও বাড়াতে সাহায্য করবে ঐ অ্যাপ। একইসঙ্গে ফের একবার তিনি ‘এক দেশ, এক স্বাস্থ্য’ পরিকল্পনার কথাও উল্লেখ করেন। বিশ্বজুড়ে এই পরিকল্পনার পথ যোগব্যায়ামের অ্যাপের মাধ্যমে আরও সুগম হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ‘মনকে শান্ত রাখতে যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। করোনায় যোগের ভূমিকা নিয়েও গবেষণা চলছে।’ মোদী আরও জানান যে, ‘স্কুলে স্কুলে যোগ শেখানো হচ্ছে। করোনা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস শুরুর আগে ১৫ মিনিট পড়ুয়াদের যোগচর্চা করানো হয়।’ এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতিও বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে, এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। সকালে রাষ্ট্রপতি ভবনে যোগাভ্যাস করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আন্তর্জাতিক যোগ দিবসে সামিল হন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। অন্যদিকে, বিভিন্ন জায়গায় যোগাভ্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সামিল হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, নিতিন গডকড়ী প্রমুখ। এদিকে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষও মালদহে যোগচর্চা করেন।