মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রাজ্যে সপ্তম দফার ভোটে সকাল সকাল মোদীর সতর্কবার্তা, ‘কোভিডবিধি মেনে ভোটদানে সামিল হন’

০৯:৩৩ এএম, এপ্রিল ২৬, ২০২১

রাজ্যে সপ্তম দফার ভোটে সকাল সকাল মোদীর সতর্কবার্তা, ‘কোভিডবিধি মেনে ভোটদানে সামিল হন’

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে, আজ বাংলায় সপ্তম দফার ভোটগ্রহণ। আজ বাংলার ৫ টি জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ। ইতিমধ্যেই সকাল সকাল শুরু হয়ে গিয়েছে এইসব আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া। তাই ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার ভোটারদের উদ্দেশে আবেদন জানালেন তাঁদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য।

এদিন সকাল ৬ টা ৪৭ মিনিটে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, বাংলার এখনও পর্যন্ত প্রত্যেক দফার ভোটেই টুইট করে বাংলার ভোটারদের উদ্দেশে ভোটদানের আর্জি জানিয়েছেন নরেন্দ্র মোদী। এবারও তার ব্যতিক্রম হয়নি।

তবে, এবার মোদী সপ্তম দফার ভোটে ৫ জেলার ৩৪ আসনের প্রত্যেক ভোটারদের কোভিডবিধি মেনেই ভোটদানের আর্জি জানিয়েছেন, তাঁর করা টুইটে। টুইটে তিনি লিখেছেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ। মানুষকে অনুরোধ, তাঁরা যেন কোভিড সংক্রান্ত সব প্রোটকল মেনে, তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।’

https://twitter.com/narendramodi/status/1386489661229469699

আজ ৫ জেলার ৩৪ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে, কলকাতার ৪ টি আসন (কোলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ), দক্ষিণ দিনাজপুরের ৬ টি আসন (কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর,হরিরামপুর), মালদার ৬টি আসন (হাবিবপুর, গাজল, চাঁচোল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া), মুর্শিদাবাদের ৯টি আসন (ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম), পশ্চিম বর্ধমানের ৯টি আসনে (পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি) আজ ভোট।

অন্যদিকে, করোনায় প্রার্থীর মৃত্যুর কারণে এই দফায় ভোট হচ্ছে না মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে। মে মাসে ঐ দুই আসনে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় সপ্তম দফার ভোটে মোতায়েন করা হয়েছে মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধু নিরাপত্তার দায়িত্বে থাকবে ৬৫৩ কোম্পানি আধাসেনা।