শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাঙালির মন কাড়তে পঞ্চম দফায়ও বাংলায় টুইট মোদীর

০৯:৩২ এএম, এপ্রিল ১৭, ২০২১

বাঙালির মন কাড়তে পঞ্চম দফায়ও বাংলায় টুইট মোদীর

বাকি চার দফার মত পঞ্চম দফাতেও নিজের ধারা অব্যাহত রেখে পঞ্চম দফায় বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার যাঁরা ভোট দেবেন তাঁদের জন্যই মূলত বিশেষ বার্তা দিচ্ছেন নমো। পাশাপাশি মানুষ যাতে শান্তিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেই বার্তাও দিচ্ছেন তিনি।

এদিন বাংলায় টুইট করে মোদি জানান, "পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।"

একুশের নির্বাচন আক্ষরিক অর্থেই বিশেষ। এবারের নির্বাচনে চোখে পড়ছে একাধিক অশান্তির ছবি। বাংলার ভোটযুদ্ধের ময়দানে মোদি-মমতা দ্বৈরথ জমে উঠেছে৷ এবার বাংলা দখলের লড়াই আরও কঠিন। বাংলা দখল করতে বারবার রাজ্য সফরে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এরপরেই প্রত্যেক দফার ভোটে প্রধানমন্ত্রীর এই বাংলায় টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গতবারের বিধানসভা নির্বাচনে তেমন ভাবে নিজেদের প্রকাশ করতে পারেনি বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনে উল্টো চাল দিয়ে নিজেদের পায়ের তলার জমি শক্ত করেছে বিজেপি। তাই সেই ধারা বজায় রেখে একুশের নির্বাচনেও বাংলার মসনদ দখলের চেষ্টা করছেন তাঁরা। তবে বাংলার বিধান কি হবে সেই উত্তর মিলবে ২ মে।