
বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের একবার সেনা ও জঙ্গির মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা। কাশ্মীরের পুলওয়ামার কাকাপোরা এলাকায় শুরু হয় এনকাউন্টার। এই সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
Jammu and Kashmir: Police and security forces are carrying out an operation at Kakapora area in Pulwama district where an encounter is underway. Details awaited.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/53fOiiacJ1
— ANI (@ANI) April 2, 2021
এখনও ওই এলাকায় আরও কয়েকজন লুকিয়ে আছে বলে খবর। আজ ভোর থেকে শুরু পুলওয়ামার কাকাপোরা এলাকায় যৌথ বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। এলাকা কর্ডন করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই এলাকা ঘিরে এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে।
আজকের এই ঘটনার কারণে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। গোপন সূত্রে ওই এলাকায় জঙ্গিদের থাকার খবর পেয়ে, অভিযান চালায় যৌথ বাহিনী। জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে যৌথ বাহিনীও পাল্টা জবাব দেয়। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাকি এখনও কয়েকজন ওই এলাকাতেই লুকিয়ে আছে বলে খবর। তাই কর্ডন করে এনকাউন্টারের জন্য প্রস্তুতি নিয়েছে যৌথ বাহিনী। জম্মু-কাশ্মীরের পুলিশ এই খবর টুইট করে জানিয়েছে।