শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন! হাত মিলিয়ে জুন-শ্রীকান্তর মিল করিয়ে দিলেন মমতা

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৮:৩১ পিএম | আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০২:৩১ এএম

ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন! হাত মিলিয়ে জুন-শ্রীকান্তর মিল করিয়ে দিলেন মমতা
ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন! হাত মিলিয়ে জুন-শ্রীকান্তর মিল করিয়ে দিলেন মমতা

কথায় আছে মেলাবেন তিনি মেলাবেন। তিনি মেলালেনও বটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই মিল হল বিধায়ক শ্রীকান্ত মাহাতো ও জুন মালিয়ার। দীর্ঘদিনের তরজায় পড়ল দাড়ি।

কিছুদিন আগেই জুন মালিয়া, সায়নী ঘোষ, সায়ন্তিকা, মিমি, নুসরাতদের নামে বিতর্কিত মন্তব্য করেন শ্রীকান্ত মাহাতো। তিনি বলেন, "এরা সবাই লুটেপুটে খাচ্ছে এরা যদি সম্পদ হয় তাহলে তো আর পার্টি করা যাবে না"। এরপরেই বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে। পরিস্থিতি বুঝে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শালবনির এই বিধায়ককে শোকজ করেন।

এমনকি এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্দেশ দেন জুন মালিয়ার কাছে ক্ষমা চাওয়ার জন্য। এরপর এদিন খড়্গপুরের বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে শ্রীকান্ত মাহাতো এবং জুন মালিয়ার বিবাদ মিটিয়ে দেন।  জেলার তৃণমূল কো-অর্ডিনেটের অজিত মাইতি জানান, "দলনেত্রী দুজনকে মিলিয়ে দিয়েছেন ওরা একে অপরের সহকর্মী তাই ভুল-বোঝাবুঝি হয়ে থাকতে পারে। দিদি নিজে দাঁড়িয়ে থেকে দুজনের হাত মিলিয়ে দিয়েছেন"।

এদিকে এই গোটা প্রসঙ্গে জুন মালিয়া বলেন, "দিদি সব সময় পাশে আছেন থাকবেন সেটা বুঝিয়ে দিয়েছেন। আমি কোনরকম অভিযোগ জানায়নি, দিদি তার তরফ থেকে বলেছেন। সেটা এখন ক্লোজ চ্যাপ্টার"।