বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বন্ধ হোক। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন ৯ বিরোধী নেতা। তবে, এই দলে নেই কংগ্রেস। তাহলে কি কংগ্রেসকে বাদ দিয়েই নতুন জোট? এক ছাতার তলায় ৯ টি রাজনৈতিক দল। এর মধ্যে অন্যতম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার এবং রাজনৈতিক অস্ত্র হিসেবে কাজে লাগানোর প্রতিবাদে একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিলেন বিরোধী শিবিরের প্রথম সারির ৯ জন নেতা-নেত্রী। তাৎপর্যপূর্ণভাবে এই নেতা-নেত্রীর তালিকায় নেই কোনও কংগ্রেস প্রতিনিধির নাম।
জানা গিয়েছে, মোদীকে লেখা চিঠিতে দিল্লির সদ্য প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই ৯ নেতানেত্রী। তাঁরা বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার ED, CBI-কে ব্যবহার করে বিরোধী নেতাদের ফাঁসানো হচ্ছে। আর বিজেপিতে যোগ দিলে আবার অভিযুক্তরা ছাড়াও পেয়ে যাচ্ছেন। এর উদাহরণ হিসেবে শুভেন্দু অধিকারী, হিমন বিশ্বশর্মাদের নামও চিঠিতে তুলে ধরেছেন এই ৯ নেতানেত্রী।
চিঠিতে লেখা হয়েছে, ‘সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তাঁর গ্রেফতার সারা দেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। মনীশ সিসোদিয়া দিল্লির স্কুল শিক্ষার পরিবর্তনের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। তাঁর গ্রেফতার বিশ্বব্যাপী একটি রাজনৈতিক শিকারের উদাহরণ হিসাবে উদ্ধৃত হবে এবং এটাই নিশ্চিত করবে যে, বিজেপি শাসনের অধীনে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ হুমকির মুখে পড়েছে’।
এর পাশাপাশি তাঁদের অভিযোগ, কেন্দ্রের নিয়োগ করা রাজ্যপালরাও বিরোধীদের দখলে থাকা রাজ্যগুলিকে কাজে বাধা দিচ্ছেন। বিরোধীদের চিঠিতে দাবি করা হয়েছে, বাংলা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত উপ-রাজ্যপালরা কেন্দ্র-রাজ্য বিভেদের মুখ হয়ে দাঁড়াচ্ছে। এবার জেনে নেওয়া যাক কারা কারা আছেন এই তালিকায়?
যে ৯ জন বিরোধী নেতা-নেত্রীরা চিঠি লিখেছেন মোদীকে, তাতে দেখা যাচ্ছে, বিজেপি বিরোধী অধিকাংশ বড় নেতাই মোদীকে লেখা চিঠিতে সাক্ষর করেছেন। এই চিঠিতে সই করেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, এনসিপি নেতা শরদ পওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লাহদের। আর অবশ্যই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, বিজেপি বিরোধী এই তালিকায় নাম নেই দেশের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের নাম। আর স্বাভাবিকভাবেই এই তালিকায় কংগ্রেসের অনুপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। আসলে এর নেপথ্যে বড় কারণ হল, কংগ্রেস মণীশ সিসোদিয়ার গ্রেফতারিকে সমর্থন জানিয়েছিল। মনে করা হচ্ছে, সম্ভবত সেই কারণেই এই চিঠিতে তাঁদের কোনও প্রতিনিধি সই করেননি। তবে, কংগ্রেসকে ছাড়াই যেভাবে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে ৯ টি রাজনৈতিক দোল জোটবদ্ধ হল, তাতে আগামী দিনে নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন :